রমজানে ১০ নং হাজীপুর ইউনিয়ন প্রবাসী পরিষদের প্রথম উদ্যোগ সম্পন্ন

ডেস্ক রিপোর্টঃ

মৌলভীবাজার জেলাধীন কুলাউড়া উপজেলার হাজীপুর ইউনিয়নে নবগঠিত ১০ নং হাজীপুর ইউনিয়ন প্রবাসী পরিষদের নগদ অর্থ বিতরণ সম্পন্ন হয়েছে।

৩ দিনে এবং ৩ টি ধাপে এ অর্থ বিতরণ করা হয়। ৭, ৮ ও ৯ নং ওয়ার্ডে ৯ মে। ১০ মে ১, ৪, ৫ ও ৬ নং ওয়ার্ড এবং ১১ মে ২ ও ৩ নং ওয়ার্ডে ধারাবাহিক ভাবে তা বিতরণ শেষ করা হয়।

৯ টি ওয়ার্ডে মোট ৫৮৫ টি পরিবারের মধ্যে নগদ অর্থ প্রদান করা হয়। বিভিন্ন সময় উপস্থিত থেকে অর্থ বিতরণ করেন প্রবাসী পরিষদের প্রধান সমন্বয়ক জদিদ হায়দর চৌধুরী, সদস্য মাহমুদুর রহমান কবির, আব্দুল আজিজ, মোঃ জাকারিয়া আহমদ, সিতাংশু সেখর ভট্টাচার্য সিতু। ওয়ার্ড সমন্বয়কদের মধ্যে উপস্থিত ছিলেন ১নং ওয়ার্ডের জামাল আহমদ, ২নং ওয়ার্ডের পুলশেক নাগ, ৩ নং ওয়ার্ডের ওয়েছ আহমদ, ৪নং ওয়ার্ডের ইমরান আমীর আলী, ৫নং ওয়ার্ডের এমদাদুর রাজা চৌধুরী, ৬নং ওয়ার্ডের তোফায়েল চৌধুরী, ৭নং ওয়ার্ডের খায়রুজ্জামান, ৮ নং ওয়ার্ডের এম ডি শামসুর রহমান এবং ৯ নং ওয়ার্ড থেকে উপস্থিত ছিলেন আহরারুজ্জামান আহরার সহ প্রতিটি ওয়ার্ডের গন্যমান্য ব্যাক্তিগন।

অর্থ বিতরণ সম্পর্কে জানতে চাইলে হাজীপুর ইউনিয়ন প্রবাসী পরিষদের সভাপতি গাজী ফয়সল আহমদ জানান আমরা খুবই সুশৃঙ্খল ভাবে অর্থ বিতরণ সম্পন্ন করতে পেরেছি এই জন্য আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করছি, হাজীপুর ইউনিয়নের জন্য এটা আমাদের প্রথম পদক্ষেপ ভবিষ্যতে আমাদের হাত আরও প্রসারিত করব এই যাত্রায় সকলের দোয়া ও ভালবাসা চাই।

প্রবাসী পরিষদের সিনিয়র সহ-সভাপতি রুহুল কুদ্দুছ চৌধুরী জানান, আমাদের উদ্দেশ্য শুধু অর্থ বিতরণ নয় হাজীপুরের সকল প্রবাসীকে একত্রিত করা যাতে আমাদের বন্ধন আরও দৃঢ় মজবুত হয়।

সাধারণ সম্পাদক ইলিয়াস আমীর আলী বলেন, বিশ্বের এই মহামারী পরিস্থিতিতে আমরা এলাকার মানুষের জন্য কিছু একটা করতে পেরেছি বলে আমরা আনন্দিত, যে সকল প্রবাসীরা অর্থ দিয়ে, শ্রম দিয়ে আমাদের সহযোগিতা করেছেন সকলকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাচ্ছি।

১০ নং হাজীপুর ইউনিয়ন প্রবাসী পরিষদের এই পদক্ষেপ বাস্তবায়ন করতে বিভিন্ন সময় বুদ্ধি, পরামর্শ ও উপদেশ দিয়ে যারা কার্যকরি পরিষদের গতি বৃদ্ধি করেছেন তারা হলেন, কো চেয়ারম্যান আহমেদুর নোমান, প্রধান উপদেষ্টা শেখ নিজামুর রহমান টিপু, উপদেষ্টা সাইদুর রহমান সাহেদ, উপদেষ্টা আবুল কালাম, উপদেষ্টা বদরুল ইসলাম, প্রধান পৃষ্টপোষক সাহেদ আহমদ নুর এবং পৃষ্টপোষক আছাদুর রাজা চৌধুরী সুমন।

উল্লেখ্য অল্প কিছুদিন আগে ১০ নং হাজীপুর ইউনিয়ন প্রবাসী পরিষদ গঠন হয় আর এই অর্থ বিতরণ পরিষদের প্রথম পদক্ষেপ।

শেয়ার করুন