নিজস্ব প্রতিবেদক, মৌলভীবাজার :: মৌলভীবাজারে করোনা মহামারীর প্রভাবে কর্মহীন ও অসহায় শতাধিক পরিবারের মাঝে খাদ্য সামগ্রী তুলে দিলো কানাডস্থ রানী (রাধিকা-নীহার) ফাউণ্ডেশন।
এই ফাউণ্ডেশনের প্রতিষ্ঠাতা কানাডা প্রবাসী শান দে এর অর্থায়নে এবং মহেশ্বরী পূজা পরিষদের সার্বিক সহযোগীতায় সামাজিক দূরত্ব বজায় রেখে উপহার সামগ্রী প্রদান করা হয়।
শুক্রবার (১৫ মে) সকালে মৌলভীবাজার সদর উপজেলার রামকৃষ্ণ মিশন রোডস্থ শ্রীনাথ সরকারী প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।
খাদ্য তালিকায় ছিলো ৫ কেজি চাল, ২ কেজি আলু, ১লি তৈল, ১ কেজি লবন, ১ কেজি ডাল।
এ সময় ‘মহেশ্বরী’ পূজা উদযাপন পরিষদের সকল সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন। আগামীতেও অসহায় পরিবারের পাশে দাঁড়ানোর আশা ব্যক্ত করেন কানাডস্থ রানী ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা শান দে ও ‘মহেশ্বরী’ পূজা উদযাপন পরিষদ।