শ্রীমঙ্গল প্রতিনিধি:করোনা ভাইরাসের কারণে কর্মহীন হয়ে পড়া ও রিক্সা চালাক,ভ্যান চালকসহ ভাসমান পথচারীদের মাঝে ২য় ধাপে ইফতার বিতরণ করেছে শ্রীমঙ্গলে ছাত্রলীগের দুই কর্মী কংকন রায় কংকু ও শাহ ইমতিয়াজ হাদি।
শুক্রবার (১৫ মে) বিকালে যুক্তরাজ্য ছাত্রলীগের যুগ্ম-সাধারণ সম্পাদক নাজমুল ইসলাম ইমন এর সহযোগিতায় শ্রীমঙ্গল উপজেলা শহরের বিভিন্ন এলাকায় ১৫০ জন মানুষের মাঝে এই ইফতার বিতরণ করা হয়।
বিতরণকালে ছাত্রলীগের কর্মী কংকন রায় কংকু বলেন, করোনা সংকটের এই মুহুর্তে প্রত্যেকের সামর্থ্য অনুযায়ী অসহায়, কর্মহীন মানুষের পাশে এসে দাঁড়াতে হবে। বাংলাদেশ ছাত্রলীগের সদস্যরা সামর্থ্য অনুযায়ী মানুষের পাশে দাঁড়াচ্ছে। আজ আমরা যুক্তরাজ্য ছাত্রলীগের যুগ্ম-সাধারণ সম্পাদক নাজমুল ইসলাম ইমন ভাইয়ের সহযোগিতায় ২য় ধাপে ইফতার বিতরণ করতে পেরেছি। এর আগেও আমরা শহরের বিভিন্ন এলাকায় ভাসমান মানুষদের মাথঝ ইফতার বিতরণ করেছি।
ছাত্রলীগের কর্মী শাহ ইমতিয়াজ হাদি বলেন, ‘প্রধানমন্ত্রী ও কেন্দ্রীয় ছাত্রলীগের নির্দেশনা মোতাবেক আমাদের শ্রীমঙ্গল ছাত্রলীগ পরিবার এই দুর্যোগ মোকাবেলায় মাঠে নেমেছে। এই মহাদূর্যোগে আমারা শাখা ছাত্রলীগের নেতাকর্মীরা মানুষের পাশে থেকে সর্বাত্মক সহযোগিতা করে যাচ্ছি। এরই ধারাবাহিকতায় আমরা আমরা অসহায় ও দরিদ্র রোজাদারদের মাঝে ইফতার বিতরণ করে যাচ্ছি।