মৌলভীবাজারের কমলগঞ্জে জমি দখল ও রাস্তা কর্তন নিয়ে মারধর,থানায় মামলা

মোঃ শামসুর রাজা চৌধুরী, কমলগঞ্জ প্রতিনিধি: মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার সদর ইউনিয়নের দক্ষিণ বালিগাঁও বটতলা গ্রামে ৪ নং ওয়ার্ডে জমি সংক্রান্ত বিষয় ও রাস্তা কাটা নিয়ে ওয়ার্ড আওয়ামীলীগের সহ-সভাপতি বৃদ্ধ সাত্তার মিয়া,তার স্ত্রী ও বড় ছেলেকে মারপিট করে একই গ্রামের আক্কল মিয়া ও ইউসুফ মিয়ার পরিবার। ঘটনাটি ঘটে গতকাল বৃহস্পতিবার (১৪ মে) সন্ধা ৭ ঘটিকার। মারধরের ঘটনায় ভিকটিমের পক্ষ থেকে কমলগঞ্জ থানায় ৯ জনের নামে মামলা করা হয়েছে। ঘটনাস্থলে গেলে স্হানীয়রা অভিযোগ করে বলেন, একই গ্রামের প্রভাবশালী আক্কল মিয়া, তার বড় ভাই ইউসুফ মিয়া,ইমানী মিয়া তাদের ছেলে সন্তানাদি নিয়ে জোরপূর্বক জমি দখলের লক্ষ্যে সাত্তার মিয়ার ভরাটকৃত জমি থেকে মাটি খনন করলে বৃদ্ধ সাত্তার মিয়া ও তার স্ত্রী নেকজান বিবি বাঁধা প্রদান করলে, হাতে থাকা দেশীয় অস্ত্র দিয়ে তাদের বেদড়ক মারপিট করতে শুরু করে।বড় ছেলে মোতালিম মিয়া তাদের উদ্ধার করতে গেলে তাকেও মারপিট করে আহত করা হয় বলে অভিযোগ উঠেছে । মারপিটে আহত ৩ জনের মধ্যে ১ জনকে কমলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দিয়ে বাড়িতে পাঠানো হলেও ২ জনকে ভর্তি করা হয়। আহত একজনের অবস্থা আশঙ্কাজনক হলে শুক্রবার (১৫ মে) সকালে কর্তব্যরত চিকিৎসক মৌলভীবাজার ২৫০ শয্যা বিশিষ্ট সদর হাসপাতালে প্রেরণ করেন। লকডাউনের কারণে মৌলভীবাজার সদর হাসপাতালে রোগী ভর্তি না করার কারনে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়। ওয়ার্ড আওয়ামীলীগের সম্পাদক ও ইউনিয়ন আওয়ামীলীগের প্রচার সম্পাদক মোঃ মনিরুল ইসলাম জসিম এবং ওয়ার্ড যুবলীগের সভাপতি শাহীন মিয়া বলেন, “আক্কল মিয়া সহ তার ভাই ভাতিজারা জামায়াতের সাথে সম্পৃক্ত, এই জায়গা নিয়ে গ্রামে তাদের বিরুদ্ধে একাধিকবার গ্রাম্য সালিশ হয়েছে, কিন্তু তারপরও তারা শান্ত হয়নি।জমিতে পানি দেওয়ার নামে রাতের আধারে ভরাটকৃত জমি কাটতে এসেছে, আমরা এর সুষ্ঠু বিচারের দাবি জানাচ্ছি”। এ বিষয়ে আক্কল মিয়ার বড় ভাই ইউসুফ মিয়া বলেন, “ধানের জমিতে পানি আনতে মাঠি কাটা হয়েছে, দখল করার জন্য নয়”।

শেয়ার করুন