শ্রীমঙ্গল প্রতিনিধিমৌলভীবাজারের শ্রীমঙ্গলে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স প্রাঙ্গণে হাসপাতালে সমাজ সেবা কার্যক্রমের রোগী কল্যাণ সমিতির সৌজন্যে কোভিড -১৯ সুরক্ষায় বুথ উদ্বোধন হয়েছে।
শনিবার (১৬ মে) দুপুর আড়াইটর দিকে উদ্বোধন করেন অনুমিত হিসাব সম্পর্কিত সংসদীয় কমিটির সভাপতি সাবেক চীফ হুইপ উপাধ্যক্ষ ড. মো. আব্দুস শহীদ এমপি।
এসময় উপস্থিত ছিলেন জেলা প্রশাসক নাজিয়া শিরিন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মল্লিকা দে।
এসময় আরও উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. নজরুল ইসলাম, সহকারী কমিশনার (ভূমি) মাহমুদুল হাসান মামুন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সাজ্জাদ হোসেন চৌধুরী, শ্রীমঙ্গল থানা অফিসার ইনচার্জ মো. আব্দুছ ছালেক, সমাজ সেবা কর্মকর্তা সোয়েব হোসেন চৌধুরী, প্রমুখ।
শ্রীমঙ্গলে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কোভিড -১৯ সুরক্ষা বুথের উদ্বোধন
শেয়ার করুন