শ্রীমঙ্গল প্রতিনিধি.
মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গল উপজেলার ১৫০ নৃতাত্ত্বিক জনগোষ্ঠী গারো পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ সাবেক চীফ হুইপ উপাধ্যক্ষ ড. মো. আব্দুস শহীদ এমপি
শনিবার (১৬ মে) দুপুরে উপজেলার রাজঘাট ইউনিয়নের হরিণছড়ায় চা বাগানের গারো পরিবারের মধ্যে এসব খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। খাদ্য সামগ্রীর মধ্যে রয়েছে চাল,ডাল,লবণ ও তেল।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত হয়ে খাদ্য সামগ্রী বিতরণ করেন অনুমিত হিসাব সম্পর্কিত সংসদীয় কমিটির সভাপতি মৌলভীবাজার-৪ আসনের সংসদ সদস্য সাবেক চীফ হুইপ উপাধ্যক্ষ ড. মো. আব্দুস শহীদ এমপি।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৌলভীবাজার জেলা প্রশাসক বেগম নাজিয়া শিরিন, মৌলভীবাজারের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মল্লিকা দে।
এসময় উপস্থিত ছিলেন শ্রীমঙ্গল উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. নজরুল ইসলাম, সহকারী কমিশনার (ভূমি) মাহমুদুল হাসান মামুন, শ্রীমঙ্গল থানা অফিসার ইনচার্জ মো. আব্দুছ ছালেকসহ স্থানীয় নৃতাত্বিক জনগোষ্ঠির গণ্যমান্য ব্যক্তিবর্গ প্রমুখ।
নৃতাত্ত্বিক জনগোষ্ঠীর মধ্যে খাদ্য সামগ্রী বিতরণ
শেয়ার করুন