বিএনপি নেতা এএসএম রায়হান বক‍স এর ব্যক্তি উদ্যোগে নগদ অর্থ বিতরণ

জালালাবাদবার্তা.কমঃ 

মৌলভীবাজার জেলাধীন কুলাউড়া উপজেলার ১০নং হাজীপুর ইউনিয়নে ব্যক্তি উদ্যোগে নগদ অর্থ বিতরণ করেন বিএনপি নেতা লন্ডন প্রবাসী জনাব রায়হান বকস। মহামারি করোনা ভাইরাসের কালো ছোবলে বিশ্ব যখন স্তব্ধ ঠিক তখনই নিজ এলাকা ১০নং হাজীপুর ইউনিয়ন পরিষদের বাসউরী প্রাথমিক বিদ্যালয়ে দুঃস্থদের মধ্যে নগদ এই অর্থ বিতরণ করেন সাবেক ছাত্র নেতা তরুণ এই সমাজ সেবক।

অর্থ বিতরণকালে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজ সেবক, মৌলভীবাজার জেলা বিএনপির সহ-সভাপতি, শ্রদ্ধাভাজন জনাব এডঃ আবেদ রাজা সাহেব। এ সময় উপস্থিত ছিলেন বিএনপির কুলাউড়া উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের নেতৃবৃন্দ। প্রায় ১৩০টি দুঃস্থ পরিবারের মধ্যে নগদ এই অর্থ বিতরণ করা হয়। ভবিষ্যতে এ ধরনের আরও কার্যক্রমের উদ্যোগ নেওয়ারও অভিপ্রায় ব্যক্ত করেন বিএনপির এই নিবেদিত প্রাণ।

বিএনপি নেতা লন্ডন প্রবাসী এএসএম রায়হান বকস এর সাথে যোগাযোগ করলে তিনি জালালাবাদবার্তা.কমকে বলেন, “বিশ্ববাসী এখন চরম এক দূর্যোগের মধ্যে আছে, এই মূহুর্তে নিজ এলাকার হতদরিদ্র মানুষের পাশে দাঁড়ানো সকলেরই নৈতিক দায়িত্ব বলে আমি মনে করি এবং আমি এটা আমার দায়িত্ববোধ থেকেই করেছি।”

ছবিতে এএসএম রায়হান বকস

শেয়ার করুন