- মৌলভীবাজার প্রতিনিধি.
মৌলভীবাজারের রাজনগর উপজেলার গোবিন্দবাটি এলাকা নামক স্থানে মাইক্রোবাস ব্রেক ফেল করে নিয়ন্ত্রণ হারিয়ে ঘটনাস্থলে নারীসহ দু,জন নিহত হয়েছেন।এসময় আহত হয়েছেন অন্তত ৯জন । মঙ্গলবার সকালের দিকে উপজেলার গোবিন্দবাটি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন, আফরোজা হোসেন নিশু (৩৫) ও বদরুজ্জামান (৪৫) । নিহত দু,জনেই বেসরকারী বিদ্যালয়ের শিক্ষক। নিহত ওআহত সবাই রাজশাহী জেলার বাসিন্দা। এরা সবাই বড়লেখার উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্টানে কর্মরত রয়েছেন। তাৎক্ষণিকভাবে আহতদের নাম ও পরিচয় জানা যায়নি।
- রাজনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল হাসেম এতথ্য জানিয়েছেন।
- জানা গেছে,বড়লেখা থেকে রাজশাহী উদ্দেশ্যে সেহরির পর রওয়ানা করে মাইক্রোবাস যাত্রীরা। সকালের দিকে রাজনগর উপজেলার গোবিন্দবাটি এলাকা নামক স্থানে মাইক্রোবাসের ব্রেক ফেল করে নিয়ন্ত্রণে হারিয়ে এই দূর্ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলে নারীসহ দু,জন নিহত হন। ৯জন আহত হন। আহতদেরকে মৌলভীবাজার সদর হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে।
শেয়ার করুন