শ্রীমঙ্গল প্রতিনিধি.

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে সামাজিক সংগঠন ‘অঙ্গিকার সামাজিক ও  সাহিত্য পরিষদ’ সংগঠনের ওই তরুণদের উদ্যোগে ২০০ গরিব পরিবারের মাঝে ঈদ ও খাদ্য সহায়তা প্রদান করা হয়েছে।

বুধবার (২০ মে) বিকালে  শ্রীমঙ্গল পৌর শহরের চন্দ্রনাথ সরকারী প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গনে অঙ্গিকার সামাজিক সাহিত্য পরিষদের ঈদ উপহার হিসেবে দুধ, চিনি, সেমাই  ও সাবান  বিতরণ করা হয়। ঈদ খাদ্য সহায়তা সামগ্রী  প্রধান অতিথি হিসেবে উপস্থিত হয়ে বিতরণ করেন মৌলভীবাজারের  সিনিয়র সহকারী পুলিশ সুপার  মো. আশরাফুজ্জামান, অঙ্গীকার সামাজিক ও সাহিত্যে পরিষদের  উপদেষ্টা জহর তরফদার অবিনাশ আচার্য, সুমন রায় সভাপতি শ্রীমঙ্গল পৌর শাখা পুজা উদযাপন পরিষদ, সাংবাদিক ঝলক দত্ত মো. ছায়ফুর রহমান,নৃপেষ ঘোষ, ছালেহ আহমদ তোফায়েল পাপ্পু আজিজুর রহমান নাঈম প্রমুখ। 
শেয়ার করুন

Leave A Reply