শ্রীমঙ্গল প্রতিনিধি : মৌলভীবাজারের শ্রীমঙ্গলে কিন্ডারগার্টেন শিক্ষক ঐক্য পরিষদ এর পক্ষ থেকে সংকটে পড়া শিক্ষকদের মাঝে ঈদ উপহার ও নগদ অর্থ প্রদান অব্যাহত রয়েছে। এরই অংশ হিসেবে বৃহস্পতিবার দিনব্যাপী শ্রীমঙ্গল উপজেলার বিভিন্ন প্রত্যন্ত অঞ্চলসহ শহর এবং শহরতলীতে অবস্থানরত কিন্ডারগার্টেন শিক্ষকদের বাসা-বাড়িতে গিয়ে ঈদ উপহার সামগ্রী ও নগদ অর্থ পৌছে দিচ্ছেন কিন্ডারগার্টেন শিক্ষক ঐক্য পরিষদ এর সভাপতি, শ্রীমঙ্গল আইডিয়াল স্কুল এর প্রধান শিক্ষক এহসান বিন মুজাহির।
দিনব্যাপী এ মহতি কার্যক্রমে সাথে ছিলেন সংগঠনের সাধারণ সম্পাদক আলী আহমদ ও সহ-সাধারণ সম্পাদক মোহাম্মদ আব্দুল হান্নান।
কিন্ডারগার্টেন শিক্ষক ঐক্য পরিষদ এর প্রধান উপদেষ্টা ইসমাইল মাহমুদের সার্বিক নির্দেশনায় শিক্ষকদের সংগঠনটি শিক্ষকদের কল্যাণে নিরলসভাবে কার্যক্রম চালিয়ে যাচ্ছে।
শ্রীমঙ্গল আইডিয়াল স্কুল এর প্রধান শিক্ষক এহসান বিন মুজাহির জানান-করোনা দুর্যোগে সংকটে পড়া শ্রীমঙ্গলের উপজেলার কিন্ডারগার্টেন স্কুলগুলোর অর্ধশতাধিক শিক্ষককে সামান্য ‘ঈদ উপহার’ দিতে পেরে আমরা সত্যিই আপ্লুত। জানি সামান্য এই সহযোগিতায় দুর্ভোগে পড়া শিক্ষকদের কিছুই হবে না। তবুও অথৈ সাগরে ভাসা শিক্ষকদের কাছে সামান্য খড়খুটোও বেঁচে থাকার সাহস যোগায়। করোনাকালে কিন্ডারগার্টেন স্কুল শিক্ষকরা কতটা অর্থকষ্টে আছেন সেটা অনুভব করতে পারতাম না এই উদ্যোগ হাতে না নিলে।
প্রসঙ্গত, গত ৯ মে কিন্ডারগার্টেন শিক্ষকদের কল্যাণে গঠিত হয় কিন্ডারগার্টেন শিক্ষক ঐক্য পরিষদ, শ্রীমঙ্গল। এই সংগঠনটি বিগত ১২ মে থেকে অর্থকষ্টে পড়া শিক্ষকদের হাতে হাতে নগদ অর্থ ও ঈদ উপহার সামগ্রী বিতরণ কার্যক্রম শুরু করে এখনও অব্যাহত রেখেছে। সংগঠনের শিক্ষক কল্যাণ ফান্ডে দেশ-বিদেশের অনেক শুভাকাঙ্খীরা সহযোগিতায় এগিয়ে এসেছেন। সংগঠনের এ কার্যক্রম এখনো চলমান।