কমলগঞ্জ প্রতিনিধিঃ
মৌলভীবাজারে কমলগঞ্জ উপজেলার বসবাসরত ক্ষুদ্র নৃগোষ্টির জীবনমান উন্নয়ন গৃহিত বিশেষ এলাকার জন্য উন্নয়ন সহায়তা ২০১৯-২০ আওতায় প্রধানমন্ত্রীর কার্যালয় হতে বরাদ্ধকৃত অর্থ ২৫জন প্রতিবন্ধীদের মধ্য বিতরণ করা হয়েছে। শুক্রবার দুপুর ১২টায় উপজেলা পরিষদ হল রুমে এ অর্থ প্রদান করা হয়।
উপজেলা নির্বাহী অফিসার আশেকুল হকের সভাপতিত্বে অর্থ বিতরণ অনুষ্টানে প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান অধ্যাপক রফিকুর রহমান,বিশেষ অতিথি ছিলেন মহিলা ভাইস চেয়ারম্যান বিলকিস বেগম। এ সময় উপস্থিত ছিলেন কমলগঞ্জ প্রেসক্লাব সম্পাদক মোস্তাফিজুর রহমান, প্রশাসনিক কর্মকর্তা অমুল্য কুমার সিংহ। অনুষ্টানে বিভিন্ন সম্প্রদায় নৃগোষ্টির ২৫জন প্রতিবন্ধীকে জনপ্রতি ৪ হাজার টাকা করে ১ লক্ষ টাকা বিতরণ করা হয়।

শেয়ার করুন

Leave A Reply