এহসান বিন মুজাহির : মৌলভীবাজারের শ্রীমঙ্গলের কালিঘাট রোডস্থ আখলাক ফার্মেসির সত্ত্বাধিকারী মনসুর আলম মাসুমের ব্যক্তিগত অর্থায়নে শ্রীমঙ্গল উপজেলার ২০০ জন গরিব ও দুস্থ পরিবারের মাঝে ঈদ উপহার সামগ্রী বিতরণ করেছেন। গত বৃহস্পতিবার থেকে শুরু করে শুক্রবার পর্যন্ত দেড়শত পরিবারের বাসা-বাড়িতে ঈদ উপহার সামগ্রী পৌছে দেওয়া হয়েছে।
তরুণ ব্যবসায়ী ও সংগঠক মনসুর আলম মাসুম জানান-করোনা দুর্যোগে ঘরবন্দি কর্মহীন অনেক মানুষ খুবই মানবেতর জীবন যাপন করছেন। সামনে ঈদুল ফিতর। তাই নিজ উদ্যোগে মানবিক দৃষ্টিকোণ থেকে সামর্থের আলোকে আমি অসহায় দুঃস্থ মানুষের পাশে মানবতার হাত বাড়িয়ে দিয়েছি। এ উপহার সামগ্রী দুঃস্থ মানুষের ঈদ আনন্দের জন্য কিছুটা হলে সহায়ক হবে।
মাসুম আরো জানান-আমি প্রত্যেক মানুষের ঘরে ঘরে গিয়ে প্রকৃত অসহায় পরিবারের হাতে এসব সামগ্রী তুলে দিয়েছি। এছাড়াও এই রমজানে শতাধিক অসহায় রোজাদার পরিবারে বাসা-বাড়িতে গিয়ে ইফতার সামগ্রীও পৌছে দিয়েছি।
করোনা দুর্যোগ শুরুর পর দেশে যখন লকডাউন শুরু তখন থেকেই তিনি আখলাক ফার্মেসির পক্ষ থেকে গ্রাহকের বাসা-বাড়িতে জরুরি ঔষধ হোম ডেলিভারি দিয়ে আসছেন। যা ইতোমধ্যেই শ্রীমঙ্গলবাসীর কাছে বেশ প্রশংসা কুঁড়িয়েছে। মাসুম জানান-শ্রীমঙ্গলের নাগরিকদেরকে নিজ বাসায় নিরাপদে রাখতে তিনি হটলাইনে ২৪ ঘন্টা হোম ডেলিভারি সার্ভিস চালু রেখেছেন। ফোন পেলেই তিনি কোনো সার্ভিস চার্জ ছাড়াই ওষুধ পৌছে দিয়ে শ্রীমঙ্গলবাসীর কাছে যথেষ্ট প্রশংসা অর্জন করেছেন।
মনসুর আলম মাসুম বাংলাদেশ কেমিস্ট অ্যান্ড ড্রাগিস্ট সমিতি, উপজেলা ব্যবসায়ী সমিতি, শ্রীমঙ্গল সোস্যাল অর্গানাইজেশন, ধুমপানমুক্ত বাংলাদেশ চাই, ওষুধ ব্যবসায়ী সমিতি এবং নিরাপদ চিকিৎসা চাই সংগঠনের বিভিন্ন পদে দায়িত্ব পালন করছেন।