মাধবপুরে সুলতানপুর শিক্ষা ও সেবা সংগঠনের উদ্যোগে ঈদ সামগ্রী বিতরণ

ডেক্স রিপোর্ট : হবিগঞ্জের মাধবপুর উপজেলার ধর্মঘর ইউনিয়নের সুলতানপুর গ্রামে একটি শিক্ষা ও সেবামুলক একটি অরাজনৈতিক সংগঠন “স্বপ্ন-সাহস প্রেরণা, শিক্ষিত প্রজন্ম গড়ার কামনা” স্লোগানে সুলতানপুর শিক্ষা ও সেবা সংগঠন এর উদ্যোগে গরীব ও অসহায়দের মধ্যে ঈদ সামগ্রীর মধ্যে সেমাই, চিনি, দুধ, কিসমিস, নারিকেল ও তেলসহ ইত্যাদি বিতরণ করা হয়।
বৃহস্পতিবার (২১ মে) বিকাল ৩টার দিকে মাধবপুর উপজেলার সুলতানপুর, রসুলপুর, হাপানিয়া গ্রামের শতাধিক অসহায় ও গরীব দুস্তদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করা হয়।
সুলতানপুর শিক্ষা ও সেবা সংগঠনের সভাপতি জসিম উদ্দিন ও সাধারণ সম্পাদক সুজন আহমেদ তাকসিন এর আর্থিক সহযোগিতায় ছিলেন আল ইসলাম নাবিল, কাউসার আহমেদ, কালন মিয়া, জাকির হোসেন, আতাউর রহমান, সাইফুল ইসলাম, ফয়সল আহমেদ, শাখাওয়াত হোসেন বিলাল, আজিজ মিয়া, অলিউর রহমান, হাফিজ মিয়া, মোঃ শামিম, সাদিকুল ইসলাম, জুনায়েদ, সুমন মিয়া, কাইয়ুম প্রমুখ।
উক্ত অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন সুলতানপুর শিক্ষা ও সেবা সংগঠনের সদস্য অসুক আহমেদ রনি, সদস্য জিয়াউর রহমান, ক্যাশিয়ার নিয়াব আলী প্রমুখ।
এ সময় আরো উপস্থিত ছিলেন গ্রামের গণ্যমান্য মুরুব্বি ও যুব সমাজ। সকলেই সংগঠন এর উত্তরাত্তোর সাফল্য কামনা করেন
শেয়ার করুন