মৌলভীবাজার প্রতিনিধি.
সিলেট শহীদ ডা. শামসুদ্দিন জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৌলভীবাজারের জুড়ী উপজেলার আব্দুল হান্নান (৩২) নামে একজন করোনায় মৃত্যু হয়েছে। তার বাড়ী উপজেলার গোয়ালবাড়ী ইউনিয়নের জালালপুর গ্রামে।
তার সঙ্গে থাকা তার ভাতিজা আব্দুর রাজ্জাকও করোনা আক্রান্ত বলে জানা গেছে।
পরিবার সূত্রে জানা যায়, আব্দুল হান্নান অনেক দিন থেকে কিডনী রোগে ভুগছিলেন।
১১ মে তাকে সিলেট রাগীব রাবেয়া মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। এ হাসপাতালে তার ডায়ালাইসিস চলছিল। সেখানে করোনা শনাক্ত হওয়ায় ১৬ মে তাকে শহীদ ডা. শামসুদ্দিন জেনারেল হাসপাতালে স্থানান্তর করা হয়। ১০ দিন চিকিৎসাধীন থাকার পর আজ মঙ্গলবার সন্ধ্যা ৭টায় দিকে তার মৃত্যু হয়।
জুড়ী উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. সমরজিৎ সিংহ রাতে বিষয়টি নিশ্চিত করেন। তিনি বলেন, স্বাস্থ্যবিধি অনুযায়ী দাফন কাফন করা হবে।