এম এ রকিব
মৌলভীবাজারের শ্রীমঙ্গলে কর্মহীন হয়ে পড়া অসহায়দের পাশে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন স্থানীয় প্রেসক্লাব সম্পাদক এম ইদ্রিস আলী। তিনি রাতের আঁধারে বাড়ি বাড়ি গিয়ে প্রয়োজনীয় খাদ্য সামগ্রী পৌঁছে দিচ্ছেন এসব মানুষদের।
করোনা ভাইরাস সংক্রমণের কারণে কর্মহীন হয়ে পড়েছে এলাকার হাজার হাজার মানুষ। এসব মানুষদের মাঝে সরকারি ত্রাণ সহায়তা দিলেও তা পাচ্ছেন না অনেকেই। বঞ্চিত এসব খেটে খাওয়া অসহায়দের খুঁজ-খবর নিয়ে তাদের বাড়ি বাড়ি খাদ্য পৌছে দিচ্ছেন তিনি নিজেই।  বিশেষ করে উনার গ্রামের বাড়ি উপজেলার ভূনবীর ইউনিনের আঐ গ্রামসহ পূরো ইউনিয়নেই খুঁজে খুঁজে খাবার পৌঁছে দিচ্ছেন তিনি।
স্থানীয়রা জানান, করোনা প্রভাবের শুরু থেকেই তিনি গরীব মানুষদের পাশে দাঁড়িয়েছেন। তখন কয়েক’শ পরিবারকে চাল, ডাল, লবন, পেয়াজ, তেল, সাবানসহ নিত্য প্রয়োজনীয় খাদ্য সামগ্রী দিয়ে সহযোগিতার হাত বাড়িয়েছেন।
সর্বশেষ চাঁদ রাতেও এলাকার বেশ কিছু মানুষের খাদ্য সংকট জেনে  তিনি চাল, চিনি, সেমাই, তেল বাজার থেকে কিনে নিজ বাড়িতে তা প্যাকেট করে রাতের আঁধারে বিলি করেছে শতাধিক পরিবারের মাঝে।
এব্যাপারে শ্রীমঙ্গল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এম ইদ্রিস আলী বলেন, ‘করোনাকালীন সংকটময় মুহূর্তে সমাজের গরিব-অভুক্ত মানুষগুলোর পাশে খাবার নিয়ে দাঁড়ানো নৈতিক দায়িত্ব মনে করেছি। তাদের মুখের হাসি এবং দোয়া আমার কাছে সবচেয়ে মূল্যবান।’ আগামীতে এমন উদ্যোগ অব্যাহত থাকবে বলেও তিনি জানান।#

শেয়ার করুন

Leave A Reply