জুড়ী প্রতিনিধি :: জুড়ীতে করোনায় প্রথম মৃত আব্দুল হান্নানের (৩২) দাফন সম্পন্ন হয়েছে। মঙ্গলবার রাত প্রায় ১২টায় তার বাড়ী উপজেলার গোয়ালবাড়ী ইউনিয়নের জালালপুর গ্রামে জানাজার নামাজ শেষে স্থানীয় গোরস্তানে তার লাশ দাফন করা হয়।
এ সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা অসীম চন্দ্র বনিক, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. সমরজিৎ সিংহ, জুড়ী থানার অফিসার ইনচার্জ মো. জাহাঙ্গীর হোসেন সরদার, পরিদর্শক (তদন্ত) আমিনুল ইসলাম, বাংলাদেশ ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক এস এম জাকির হোসাইন, মৌলভীবাজার জেলা ছাত্রলীগের সহ-সভাপতি হুমায়ূন রশীদ রাজীসহ একদল স্বেচ্ছাসেবী উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, আব্দুল হান্নান অনেক দিন থেকে কিডনী রোগে ভোগছিলেন। ১১ মে তাকে সিলেট রাগীব রাবেয়া মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। এ হাসপাতালে তার ডায়ালাইসিস চলছিল। সেখানে করোনা সনাক্ত হওয়ায় ১৬ মে তাকে শামসুদ্দিন হাসপাতালে স্থানান্তর করা হয়। ১০ দিন চিকিৎসার পর মঙ্গলবার সন্ধ্যা ৭টায় তার মৃত্যু হয়।