জুড়ী প্রতিনিধি :: জুড়ী উপজেলায় করোনাভাইরাস আক্রান্ত ৭ জনের মনোবল শক্ত রাখতে তাদের বাড়ীতে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে ঈদ উপহার হিসেবে বিভিন্ন রকম খাবার পাঠিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা অসীম চন্দ্র বনিক।
রবিবার বিকেলে উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ওমর ফারুক, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা সমরজিৎ সিংহ ও সহকর্মীদের সহায়তায় উপজেলার জায়ফরনগর ইউনিয়নের ২ জন, পশ্চিম জুড়ী ইউনিয়নের ৩ জন ও ফুলতলা ইউনিয়নের করোনা পজিটিভ ২ জনের বাড়ীতে উহা পৌঁছে দেয়া হয়।
জুড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা অসীম চন্দ্র বনিক বলেন, খাবার বড় কথা নয়, কথা হচ্ছে করোনা আক্রান্তদের মনোবল প্রফুল্ল রাখতে হবে। তারা যেন আতঙ্কিত না হয়, মানসিক ভাবে যেন ভেঙ্গে না পড়ে। তাদেরকে অভয় দিতে হবে। কোন অবস্থায় তাদের অবহেলা করা যাবেনা। বিশেষ করে পরিবারের সদস্যরা সচেতন হতে হবে। কেননা ওরা তো দোষ করেনি, ভাইরাসে আক্রান্ত। এটা যে কারো হতেই পারে। অতএব সবাই সচেতন থাকতে হবে, সামাজিক দুরত্ব বজায়সহ নিয়ম মেনে চলতে হবে।