
মহাসড়কের ঝুঁকিপূর্ণ গাছ অপসারণের দাবিতে ঝিকরগাছার সেবা সংগঠনের মানববন্ধন
জুবায়ের বিন মকলেছ
ঝিকরগাছা (যশোর) সংবাদদাতা:-
যশোর-বেনাপোল মহাসড়কের দুই পাশে অবস্থিত জনগণের জীবনের জন্য হুমকিস্বরূপ মৃত ও ঝুঁকিপূর্ণ গাছগুলো অপসারণের দাবিতে ঝিকরগাছার সেবা সংগঠন এবং নাগরিক অধিকার আন্দোলন যশোরের যৌথ উদ্যোগে আজ ২/৬/২০ ইং তারিখ বেলা এগারোটায় নাভারন কলোনি বাজার মোড়ে এক মানববন্ধনের আয়োজন করা হয়।
মানববন্ধনে সভাপতিত্ব করেন সেবা সংগঠনের সভাপতি মাস্টার আশরাফুজ্জামান বাবু। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যশোর জেলা পরিষদের মহিলা সদস্য শাহানা আক্তার।মানববন্ধনে বক্তব্য রাখেন যশোর জেলা নাগরিক কমিটির সমন্বয়ক শেখ মাসুদুজ্জামান মিঠু, নির্বাহী সদস্য আহসান উল্লাহ ময়না, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শাহাজান আলী, সাবেক ইউপি সদস্য ফয়েজ উদ্দিন।
মানববন্ধনে বক্তারা তাদের বক্তব্যে যত দ্রুত সম্ভব এই গাছগুলি অপসারণ করার এবং সম্প্রতি আম্পান ঝড়ে উপড়ে পড়া গাছগুলো দ্রুত অপসারণের দাবি জানান।উক্ত মানববন্ধনে যশোর এবং ঝিকরগাছা প্রেসক্লাবের অনেক সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।
আরও উপস্থিত ছিলেন সেবা সংগঠন এর উপদেষ্টা, সাংবাদিক এম আর মাসুদ, দপ্তর সম্পাদক সাংবাদিক আফজাল হোসেন চাঁদ, কার্যকরী সদস্য রফিকুল ইসলাম, আবু রায়হান রাজ, সুমন,প্রবীর, হাফিজা খাতুন, আনছার আলী,খোরশেদ আলম সহ আরও অনেকে।