স্টাফ রিপোর্টার
করোনা উপসর্গ নিয়ে মৌলভীবাজার সদর উপজেলার নাজিরাবাদ ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি ও সাবেক ইউপি চেয়ারম্যান সুলেমান আহমদ এর মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার ৪ জুন বিকেল ৩ টার দিকে সিলেট নর্থ ইষ্ট মেডিকেল কলেজ হাসপাতালে তার মৃত্যু হয়। (ইন্নালিল্লাহি ওয়া ইন্নাইলাইহির রাজিউন)
জানাযায় গত কয়েকদিন থেকে তিনি উচ্চ রক্তচাপের কারণে তিনি সিলেট নর্থ ইষ্ট মেডিকেল কলেজ হাসপাতালে ভতি হন।
কর্তব্যরত ডাক্তাররা মৃত আওয়ামী লীগ নেতার শরীরের নমুনা সংগ্রহ করে ওসমানি মেডিকেল কলেজ হাসপাতালের পিসিআর ল্যাবে পাঠানো হয়েছে।