শ্রীমঙ্গলে হার্ট অ্যাটাকে ব্যবসায়ীর মৃত্যু

মৌলভীবাজার প্রতিনিধি.
৪জুন বৃহস্পতিবার বিকাল ৪টার দিকে মৌলভীবাজারের শ্রীমঙ্গলে পৌর শহরের হবিগঞ্জ সড়কের হবিগঞ্জ ও সিলেটগামী বাস কাউন্টারে বসাবস্থায় পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু হয়েছে বলে জানিয়েছে পুলিশ। তবে পুলিশের প্রাথমিক ধারণা তিনি হার্টঅ্যাটাকে মারা গেছেন। নিহত ব্যবসায়ী রঘু দেবনাথ (৫০) বি-বাড়িয়া জেলার সদরের উছলাপাড়া এলাকার বাসিন্দা।
শ্রীমঙ্গলে তিনি প্রায় সময় ব্যবসায়ী কাজে প্রায় সময় আসা যাওয়া করতেন। এদিকে মৃত্যুর খবর পেয়ে শ্রীমঙ্গল উপজেলা নির্বাহী কর্মকর্তা ইউএনও মো.নজরুল ইসলামের নেতৃত্বে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স স্বাস্থ্যকর্মকর্তা মো.সাজ্জাদ হোসেন চৌধুরী তার নমুনা সংগ্রহ করেছেন।
শ্রীমঙ্গল উপজেলা নির্বাহী কর্মকর্তা মো.নজরুল ইসলাম বলেন, নিহত ব্যক্তির বাড়ি বি বাড়িয়া জেলায়। তিনি পেশায় একজন ব্যবসায়ী। তারআত্নীয় স্বজনরা শ্রীমঙ্গলে বসবাস করেন। তিনি হার্ট অ্যাটাকে মারা গেছেন। তার স্বাস্থ্য কমপ্লেক্সের ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন। তারপরও তার নমুনা সংগ্রহ করা হয়েছে, যে তার মধ্যে করোনা উপসর্গ আছে কিনা। পরে তার মৃতদেহ এম্বুল্যান্সযোগে নিজ গ্রামে পাঠানো হয়েছে।
শেয়ার করুন