মৌলভীবাজার প্রতিনিধি.
মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলার আশিদ্রোন ইউনিযনের পূর্ব জামসি গ্রামে নিজ বাড়িতে কেবা কারা ছুরি দিয়ে কুপিয়ে মা ও মেয়েকে হত্যা করেছে।
বিষয়টি নিশ্চিত করেন সিনিয়র সহকারী পুলিশ সুপার শ্রীমঙ্গল ও কমলগঞ্জ সার্কেল মো.আশরাফুজ্জামান।
আজ ৫ জুন শুক্রবার ভোররাতে শ্রীমঙ্গল উপজেলার পূর্ব জামসি গ্রামে নিজ বসতবাড়িতে এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন মা জায়েদা খাতুন ওরফে (চিনি বেগম) (৫৫) ও তার মেয়ে ইয়াসমিন বেগম (২৭)। নিহত ওই সবাই গ্রামের বাসিন্দা।
জানা গেছে,শুক্রবার সকালে ঘর থেকে কোন লোকজনের সাড়া শব্দ না পেয়ে প্রতিবেশিরা ডাকাডাকি করলেও তাতে কোন সাড়া শব্দ না পেয়ে ঘরের পেছনে গিয়ে দেখেন বেড়া ভাঙ্গা। পরে বেড়া ভাঙ্গা দিয়ে ঘরের ভেতরে ঢুকে দেখেন মা ও মেয়ের রক্তাক্ত মরদেহ পড়ে আছে।পরে স্থানীয় ইউপি সদস্য ও চেয়ারম্যান খবর দেন।
নিহতের ছেলে ওয়াহিদ মিয়া জানান,আমি আমার শশুড়বাড়িতে স্ত্রীকে নিয়ে ছিলাম। আমার খালা আমাকে ফোন জানান মা ও বোনকে খুন করা হয়েছে। তবে কি কারণে এই হত্যাকান্ডের ঘটনা ঘটেছে তার সুনির্দিষ্ট কোন তথ্য তার কাছ থেকে পাওয়ানি।
এদিকে হত্যার খবর পেয়ে মৌলভীবাজার পুলিশ সুপার ফারুক আহমেদ পিপিএম(বার),সহকারী পুলিশ সুপার মো.আশরাফুজ্জামান এবং ওসি আব্দুছ ছালেক ঘটনাস্থলে পৌঁছে ঘটনাস্থল পরিদর্শন করেন।
শ্রীমঙ্গল থানার পুলিশ পরির্দশক মো.সোহেল রানা বলেন, তদন্ত চলছে। কেবা কারা এই হত্যাকান্ড ঘটিয়েছে তা বলা যাচ্ছে না।নিহতের সুরতহাল করে ময়নাতদন্তের জন্য মৌলভীবাজার সদর হাসপাতালে প্রেরণ করা হয়েছে। তিনি আরও বলেন,নিহত ইয়াসমিনের স্বামী আজঘর আলীর সাথে দীর্ঘদিন ধরে পারিবারিক কলহ চলছিল। ধারণা করা হচ্ছে সে কি এই হত্যাকান্ড ঘটাতে পারে। তারবাড়ি একই উপজেলার পাশ^বর্তী সিন্দুরখান ইউনিয়নের বেলতলী গ্রামে।
শেয়ার করুন

Leave A Reply