জুবায়ের বিন মকলেছ
ঝিকরগাছা (যশোর) সংবাদদাতা :-
প্রায় এক দশক ধরে এপ্রিলের প্রথম সপ্তাহে এইচএসসি ও সমমানের পরীক্ষা শুরু হওয়া অনেকটা নিয়ম হয়ে দাঁড়িয়েছিল। কিন্তু করোনা পরিস্থিতি পাল্টে দিয়েছে সেই নিয়ম। শুরু হওয়ার আগেই গত ২২ মার্চ স্থগিত করা হয় এই পাবলিক পরীক্ষা। কবে হবে তাও জানা নেই কারো। পরীক্ষার অপেক্ষায় দিন পার করছেন পরীক্ষার্থীরা। শিক্ষামন্ত্রী জানিয়েছেন, পরিস্থিতি বিবেচনায় এ মাসেও হচ্ছে না এইচএসসি ও সমমানের পরীক্ষা। এবার ১৪ লাখের বেশি শিক্ষার্থী এ পরীক্ষায় অংশ নেবে।
এপ্রিল-মে পেরিয়ে জুন। অন্য বছর এই সময় শেষ হয়ে যায় এইচএসসি ও সমমানের পরীক্ষা। কিন্তু এবার করোনার কারণে এখনও অজানা কবে হবে পরীক্ষা। তাই পরীক্ষার্থীদের দিন কাটাচ্ছে অপেক্ষার প্রহর গুনে। প্রতীক্ষার সাথে সাথে বাড়ছে অনিশ্চয়তা আর উদ্বেগ। আর পরীক্ষার আগে প্রস্তুতির জন্য সময় পেলেও তা খুব একটা কাজে লাগছে না। হাতে অঢেল সময়, কিন্তু পরিস্থিতি বিরুপ, তাই চাইলেও মন বসে না পড়ার টেবিলে।
গত কয়েক সপ্তাহ ধরে প্রতিদিনই বাড়ছে করোনা সংক্রমণের মাত্রা। তাই শিগগিরই পরীক্ষার সম্ভাবনা নেই জানিয়েছেন শিক্ষামন্ত্রী।
এইচএসসির পর উচ্চশিক্ষার জন্য বিশ্ববিদ্যালয়ে ভর্তি হবেন পাশ করা শিক্ষার্থীরা। এই পরীক্ষায় পেছানোয় নিশ্চিতভাবেই এ বছর পেছাবে বিশ্ববিদ্যালয় ভর্তিও।