রবিবার (৭জুন) মৌলভীবাজার চীফ জুডিশিয়্যাল ম্যাজিস্ট্রেট আদালতে ১৬৪ ধারা জবানবন্দিতে এই হত্যার স্বীকারোক্তি দেয়। আসামী আজগর আলী (৩৫) খুন হওয়া ইয়াসমিন আক্তারের স্বামী।
দেড়বছর ধরে তার স্ত্রীকে আটকে রেখেছিল শাশুড়ি। আর ছেলে সন্তান তার কাছে থাকতো। এনিয়ে মৌলভীবাজার আদালতে আজগর মামলাও করেছেন। এনিয়ে সে ক্ষিপ্ত হয়ে শাশুড়ি ও স্ত্রীকে হত্যা করে। উল্লেখ্য, গত শুক্রবার (৫জুন) শ্রীমঙ্গল উপজেলার আশিদ্রোন ইউনিয়নের জামসী এলাকায় একই ঘরে মা ও মেয়ের মৃতদেহ উদ্ধার করে পুলিশ। নিহতরা হলেন মা জায়েদা বেগম ওপরে চিনি বেগম (৫৫) ও মেয়ে ইয়াসমিন আক্তার (২৫)।
শেয়ার করুন