ইমাম, হোসেন সোহেল

কমলগঞ্জ ইসলামপুর ও আলিনগর ইউনিয়নে চা বাগান শ্রমিকদের মাঝে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার এককালীন আর্থিক অনুদানের নগদ অর্থ সহায়তার চেক বিতরন করা হয়েছে।
বারবার (৭ জুন) কমলগঞ্জ ইসলামপুর ও আলিনগর ইউনিয়ন চা বাগান,চাম্পারায় চা বাগান, কুরমা চা বাগান, বাঘাছড়া চা বাগান, কুরঞ্জী চা বাগান,আলীনগর চা বাগান, সুনছড়া চা বাগান, কামারছড়া, সমাজসেবা অধিদপ্তর কর্তৃক চা শ্রমিকদের জীবনমান উন্নয়ন কর্মসূচির আওতায় অন্তর্গত ৭টি চা বাগানের ৬৮৯ জন চা বাগান শ্রমিকদের মাঝে ৫ হাজার টাকা করে মোট ৩৪ লক্ষ ৪৫ হাজার নগদ অর্থ চেক বিতরন করা হয়েছে।

এতে প্রধান অতিথি ছিলেন অনুমিত হিসাব সম্পর্কিত সংসদীয় কমিটির সভাপতি ও সাবেক চীফ হুইপ উপাধ্যক্ষ ড. মো. আব্দুস শহীদ এমপি, বিশেষ অতিথি উপজেলা চেয়ারম্যান জনাব রফিকুর রহমান, থানা অফিসার ইনচার্জ আরিফুর রহমান, ভাইস চেয়ারম্যান বৃন্দ, কমলগঞ্জ পৌরসভার মেয়র, চেয়ারম্যান বৃন্দ, সাবেক বিআরডিবির চেয়ারম্যান ইমতিয়াজ আহমদ বুলবুল, উপস্থিত ছিলেন আওয়ামীলীগ, যুবলীগ, ছাত্রলীগ, সাংবাদিক, বাগানের চা শ্রমিক নেতৃবৃন্দ।

শেয়ার করুন

Leave A Reply