-
-
ইমাম হোসেন সোহেল
-
কমলগঞ্জ মাধবপুর ও সদর ইউনিয়নে চা বাগান শ্রমিকদের মাঝে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার এককালীন আর্থিক অনুদানের নগদ অর্থ সহায়তার চেক বিতরন করা হয়েছে।
বারবার (৭ জুন) কমলগঞ্জ মাধবপুর, সদর ইউনিয়ন চা বাগান, দলই চা বাগান, পাত্রখলা চা বাগান, গোবিন্দপুর চা বাগান, মদন মোহনপুর চা বাগান, নন্দরানী চা বাগান, নুর জাহান চা বাগান, মাধবপুর, পদ্মছড়া চা বাগান, সমাজসেবা অধিদপ্তর কর্তৃক চা শ্রমিকদের জীবনমান উন্নয়ন কর্মসূচির আওতায় অন্তর্গত ৯টি চা বাগানের ১৫১১ জন চা বাগান শ্রমিকদের মাঝে ৫ হাজার টাকা করে মোট ৭৫ লক্ষ ৫৫ হাজার নগদ অর্থ চেক বিতরন করা হয়েছে।
এতে প্রধান অতিথি ছিলেন অনুমিত হিসাব সম্পর্কিত সংসদীয় কমিটির সভাপতি ও সাবেক চোফ হুইপ উপাধ্যক্ষ ড. মো. আব্দুস শহীদ এমপি, বিশেষ অতিথি উপজেলা চেয়ারম্যান জনাব রফিকুর রহমান, থানা অফিসার ইনচার্জ আরিফুর রহমান, ভাইস চেয়ারম্যান বৃন্দ, কমলগঞ্জ পৌরসভার মেয়র, চেয়ারম্যান বৃন্দ, সাবেক বিআরডিবির চেয়ারম্যান ইমতিয়াজ আহমদ বুলবুল, উপস্থিত ছিলেন আওয়ামীলীগ, যুবলীগ, ছাত্রলীগ, সাংবাদিক, বাগানের চা শ্রমিক নেতৃবৃন্দ।
শেয়ার করুন