- শ্রীমঙ্গল প্রতিনিধি.
- বাংলাদেশ জাতীয় সংসদের সাবেক চীফ হুইপ আবুল হাসনাত আবদুল্লাহ এমপি’র স্ত্রীর মৃত্যুতে উপাধ্যক্ষ ড. মোঃ আব্দুস শহীদ এমপি’র শোক ও দুঃখ প্রকাশ করেছেন।
- পার্বত্য চট্টগ্রাম শান্তিচুক্তি বাস্তবায়ন ও পরিবীক্ষণ কমিটির আহ্বায়ক, সংসদ সদস্য (এমপি) আবুল হাসনাত আবদুল্লাহর সহধর্মিনী এবং বরিশাল সিটি করপোরেশনের মেয়র সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহ’র মা শাহানারা আব্দুল্লাহর মৃত্যুতে গভীর শোক ও দু:খ প্রকাশ করেছেন অনুমিত হিসাব সম্পর্কিত সংসদীয় কমিটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা উপাধ্যক্ষ ড. মোঃ আব্দুস শহীদ এমপি ।
- এক শোক বার্তায় উপাধ্যক্ষ ড. মো. আব্দুস শহীদ এমপি বলেন, বিশিষ্ট সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও সমাজসেবক শাহানারা আব্দুল্লাহ পারিবারিকভাবে আমার অত্যন্ত ঘনিষ্ঠ ছিলেন ।
- উপাধ্যক্ষ ড. মো. আব্দুস শহীদ এমপি মরহুমার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।
- উল্লেখ্য, বরিশাল সিটি কর্পোরেশনের মেয়র সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহ’র মাতা শাহানারা আবদুল্লাহ (৭২) ছিলেন একজন বিশিষ্ট সাংস্কৃতিক ব্যক্তিত্ব, সমাজসেবক ও ১৯৭৫ সালের ১৫ আগস্ট ভয়াল কালরাতের প্রত্যক্ষদর্শী। তিনি রবিবার (০৭ জুন) দিবাগত রাত আনুমানিক সাড়ে ১১টার দিকে রাজধানীর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
শেয়ার করুন