শোকবার্তাঃ মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক ও যুক্তরাজ্য আওয়ামী লীগের সহসভাপতি আলহাজ উস্তার আলীর মৃত্যুতে পরিবেশ মন্ত্রীর শোক
মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক ও যুক্তরাজ্য আওয়ামী লীগের সহসভাপতি আলহাজ উস্তার আলীর মৃত্যুতে পরিবেশ মন্ত্রীর শোক
ঢাকাঃ ১২ জুন, শুক্রবার
মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক ও যুক্তরাজ্য আওয়ামী লীগের সহসভাপতি, জুড়ির কৃতি সন্তান আলহাজ উস্তার আলীর মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন পরিবেশ বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী জনাব মোঃ শাহাব উদ্দিন এমপি।
মন্ত্রী আজ এক শোক বার্তায় বলেন, স্বাধীনতা যুদ্ধে মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক হিসেবে দেশমাতৃকার লড়াইয়ে অকুতোভয় সৈনিক হিসেবে মরহুম উস্তার আলীর অবদান জাতি কৃতজ্ঞতা ভরে আজীবন স্মরণ করে রাখবে, প্রবাসে বসবাস করেও আওয়ামী লীগের দুঃসময়ে তার কর্মকাণ্ড আওয়ামী পরিবার শ্রদ্ধাভরে স্মরণ করবে।
মন্ত্রী মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন এবং শোক সন্তপ্ত পরিবারবর্গের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।
উল্লেখ্য, শুক্রবার সকালে লন্ডনে তিনি নিজবাসায় ইন্তেকাল করেন। (ইন্নালিল্লাহি — রাজিউন)।