-
শ্রীমঙ্গল (মৌলভীবাজার) সংবাদদাতা
-
পর্যটন এলাকা ও চায়ের রাজধানী খ্যাত মৌলভীবাজারের শ্রীমঙ্গলের আট এলাকাকে করোনা প্রাদুর্ভাব মোকাবেলায় ‘রেড জোন’ ঘোষণা করা হয়েছে। জেলা সিভিল সার্জন কর্তৃক স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ ‘রেড জোন’ ঘোষণা করা হয়। এছাড়া কিছু এলাকাকে ইয়েলো জোন ও তুলনামূলক ভাল এলাকাগুলোকে গ্রীনজোন ঘোষণা করা হয়।
-
জানা যায়, উপজেলার শহর ও শহরতলীর ক্যাথলিক মিশন রোড, রূপসপুর, সবুজবাগ, মুসলিমবাগ, লালবাগ, বিরাহিমপুর, কালিঘাট রোড ও শ্যামলী আবাসিক মিলিয়ে মোট ৮টি এলাকাকে রেডজোন ঘোষণা করা হয়েছে। এছাড়া কালাপুর, আশিদ্রোন ও কালিঘাট ইউনিয়নকে ইয়েলো জোন। আর মির্জাপুর, সিন্দুরখান, রাজঘাট সাতগাঁও ইউনিয়ন গ্রীনজোন ঘোষণা করা হয়।
-
মৌলভীবাজার জেলা সিভিল সার্জন কর্তৃক স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়, শ্রীমঙ্গল শহরের ৮টি রেড জোনের মধ্যে ক্যাথলিক মিশন রোড, রূপসপুর, সবুজবাগ, মুসলিমবাগ, লালবাগ ও বিরাহিমপুর এই ছয়টি এলাকার জনসংখ্যার অনুপাতে করোনা সংক্রমণের হার ১০.৮ হলেও বাকি কালিঘাট রোড ও শ্যামলী আবাসিক এলাকায় এই হার ৩১.৮ ভাগ।
-
পরিসংখ্যানবিদ, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স শ্রীমঙ্গল এর আনোয়ারুল গাজী জানান, সোমবার রাত পর্যন্ত শ্রীমঙ্গলে মোট করোনা রোগী শনাক্ত হয়েছেন ৩৫জন, এর মধ্যে মৃত্যুবরণ করেছেন দুই জন, আর সুস্থ হয়েছেন ১০ জন। মোট নমুনা সংগ্রহ করা হয়েছে ৬৫০ জনের, রিপোর্ট হাতে এসেছে ৪৭৩ জনের।
-
এদিকে জোন কার্যকরে শ্রীমঙ্গল উপজেলা প্রশাসন, থানা পুলিশ ও স্বাস্থ্য কমপ্লেক্স যৌথভাবে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহনের ব্যাপারে আলোচনা হচ্ছে, উর্দ্ধতন কর্তৃপক্ষের সিদ্ধান্ত ও নির্দেশনা পেলেই কার্যক্রম শুরু হবে বলে যোগ করেন এ কর্মকর্তা।
আট এলাকাকে রেড জোন ঘোষণা
শেয়ার করুন