- শাকির আহমদ, কুলাউড়া :: মৌলভীবাজারের কুলাউড়া স্বাস্থ্য কমপ্লেক্সের একজন চিকিৎসকসহ উপজেলায় ৫ জন পুরুষ ও মহিলার কোভিড-১৯ রিপোর্ট পজেটিভ এসেছে। সোমবার (১৫ জুন) রাতে তথ্যটি নিশ্চিত করেছেন কুলাউড়া উপজেলা স্বাস্থ্য, পরিবার ও পরিকল্পনা কর্মকর্তা ডা. নুরুল হক। তিনি জানান, হাসপাতালের ওই চিকিৎসকের উপসর্গ ছিলো। উনাকে আগে থেকেই আইসোলেশনে থাকার পরামর্শ দেই। এছাড়াও মাগুরার বাসিন্দা আগে থেকে করোনায় আক্রান্ত ওই মাছ ব্যবসায়ীর ছেলে ও হাজীপুর ইউনিয়নের কেওলাকান্দির আক্রান্ত এক ব্যক্তির পরিবারের আরও ৩ জনের করোনা রিপোর্ট পজেটিভ এসেছে। নতুন করে করোনায় আক্রান্ত ৫ জনের মধ্যে হাসপাতালের চিকিৎসক ১ জন, পৌর এলাকার মাগুরার ১ জন, হাজিপুর ইউনিয়নের কেওলাকান্দি এলাকার একই বাড়ির ২ মহিলা ও ১ পুরুষ সহ ৩ জন। এনিয়ে কুলাউড়া উপজেলায় আক্রান্তের সংখ্যা গিয়ে দাঁড়ালো ৪৫ জনে। এরমধ্যে ৮ জন করোনামুক্ত হয়েছেন বলে স্বাস্থ্য বিভাগ সূত্রে জানা গেছে। আক্রান্ত ৫ জনের বাড়ি লকডাউনের প্রস্তুতি চলছে বলে প্রশাসন সূত্রে জানা গেছে।
কুলাউড়ায় এবার চিকিৎসকসহ ৫ জনের করোনা পজেটিভ
শেয়ার করুন