-
মৌলভীবাজার প্রতিনিধি.
মৌলভীবাজারের জেলার কুলাউড়া ও কমলগঞ্জ উপজেলায় পৃথকস্থানে করোনা উপসর্গ তিনজনের মৃত্যু হয়েছে।
নিহতরা হলেন কুলাউড়া উপজেলার ব্যবসায়ী ছমির উদ্দিন (৬০) এবং কমলগঞ্জ উপজেলার আলতা মিয়া (৬০) ও ওয়াহিদ মিয়া (৬২)। - কমলগঞ্জ উপজেলার আদমপুর ইউনিয়নের ভানুবিল গ্রামে করোনার উপসর্গ নিয়ে শুক্রবার ভোররাতে আলতা মিয়া (৬০) ও গতকাল বৃহস্পতিবার রাতে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ওয়াহিদ মিয়া(৬২) মৃত্যু হয়।
- কুমলগঞ্জ উপজেলার আদমপুর ইউনিয়নের ইউপি সদস্য মনিন্দ্র সিংহ জানান, তারা দু,জন সর্দি ও জ¦র,কাশি ও শ্বাসকষ্ট সমস্যায় ভুগছিলেন।
- ১৮জুন বৃহস্পতিবার ওয়াহিদ মিয়া অসুস্থ্য হলে তাকে নিয়ে মৌলভীবাজার ২৫০শয্যা হাসপাতালে নিয়ে গেলে সেখানেই তিনি মৃত্যু হয়।
অপরদিকে আলতা মিয়া নিজ বাড়িতেই মারা যান। এছাড়াও গুরুতর অসুস্থ্য হয়ে পড়েছেন একই গ্রামের রমিজ আলী (৭৪)। - কমলগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মো: মাহবুবুল আলম জানান, তিনি খবর পেয়েছেন, স্বাস্থ্য বিভাগের লোকজন ঘটনাস্থলে গিয়ে নুমনা সংগ্রহ করেছে।
-
অপরদিকে জেলার কুলাউড়া উপজেলায় করোনা উপসর্গ নিয়ে ছমির উদ্দিন (৭০) নামে এক ব্যবসায়ীর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (১৮ জুন) রাতে উপজেলার কাদিপুর ইউনিয়নের মনসুর এলাকায় নিজ বাড়িতে মৃত্যু হয়। তিনি পৌর শহরের দক্ষিণ বাজারের স্বর্ণা ভেরাইটিজ স্টোরের স্বত্ত্বাধিকারী।
আজ শুক্রবার (১৯ জুন) বাদ জুমা সরকারী স্বাস্থ্যবিধি মেনে দাফন সম্পন্ন করা হয়েছে। - পারিবারিক সূত্রে জানা যায়, গত কয়েকদিন ধরে তিনি করোনার উপসর্গসহ ডায়বেটিস ও ডায়লাসিস রোগে ভুগছিলেন। এ অবস্থায় গত বৃহস্পতিবার গভীর রাতে তার শারীরিক অবস্থার অবনতি হয় এবং এক পর্যায়ে তিনি মারা যান।
এদিকে করোনার উপসর্গ নিয়ে মারা যাওয়া ব্যক্তির খবর পেয়ে উপজেলা স্বাস্থ্য প্রশাসন শুক্রবার তার বাড়ীতে গিয়ে নমুনা সংগ্রহ করেছে বলে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স স্বাস্থ্য কর্মকর্তা ডা.নরুল হক এতথ্য জানিয়েছেন। - শুক্রবার বাদ জুমা করোনা উপসর্গ ব্যবসায়ীর দাফন কাফন সম্পন্ন করেছে ইকরামুল মুসলিমীন ফাউন্ডেশন।
- ইকরামুল মুসলিমীন ফাউন্ডেশন এর মৌলভীবাজার জেলা টিম প্রধান মাওলানা এহসানুল হক জাকারিয়া জানান, ইউএনও এ টি এম ফরহাদ চৌধুরী মুঠোফোনে করোনা উপসর্গ নিয়ে ব্যবসায়ীর মৃত্যু খবর দেন। তিনি উক্ত ব্যক্তির দাফন কাফন করার জন্য ইকরামুল মুসলিমীন টিমকে বলেন। ইউএনও’র নির্দেশ পেয়ে আমরা শুক্রবার (১৯ জুন) সকাল ১১টার দিকে জেলা টিম সদস্য ইমাদ উদ্দিন, কুলাউড়া টিম প্রধান মোহা. আব্দুস সামাদ, টিম সহকারী হেলালুর রহমান, মাহমুদুল হাসান সুমন এবং জাহিদুল ইসলামকে নিয়ে দাফন-কাফনে অংশগ্রহন নেন। বেলা আাড়াইটার দিকে দাফন-কাফন শেষ হয়। জানাযা নামাজ পড়ান জেলা টিম প্রধান মাও. এহসানুল হক জাকারিয়া।
শেয়ার করুন