মৌলভীবাজার প্রতিনিধি.
মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার ১০নং হাজিপুর ইউনিয়নের বনগাঁও গ্রামে আজ শুক্রবার দুপুরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মকবুল হোসেন লন (৫০) নামের এক ব্যক্তি মারা গেছেন। লন উপজেলার ওই গ্রামের একজন ব্যবসায়ী ছিলেন।
পারিবার সূত্রে জানা গেছে, দুপুরে মকবুল হোসেন লন নিজ বাড়িতে পানির মোটর লাইনের মেরামত করতে গিয়ে অসাবধানতাবসত বিদ্যুৎস্পৃষ্ট হন। পরে প্রতিবেশি লোকজন তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
কুলাউড়া উপজেলার হাজিপুর ইউনিয়নের চেয়ারম্যান আব্দুল বাছিত বাচ্চু এতথ্য নিশ্চিত করেন।