- মৌলভীবাজার প্রতিনিধি.
- মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলার শহরতলীর সিন্দুরখান সড়কের পাশের ড্রেন থেকে এক নবজাতকের মৃতদেহ উদ্ধার করেছে থানা পুলিশ।
- শনিবার (২০জুন) দুপুরের দিকে উপজেলার সিন্দুরখান এলাকার স্থানীয় এলাকাবাসী থানা পুলিশকে খবর দিলে পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে নবজাতকের মৃতদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসেন।
- স্থানীয় এলাকাবাসী ও পুলিশ জানিয়েছেন,কে বা কারা নবজাতকের মৃতদেহ ড্রেনে ফেলে গেছে সে সম্পর্কে কোন তথ্য পাওয়া যায়নি।
- শ্রীমঙ্গল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আব্দুছ ছালেক জানান,এ ব্যাপারে থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে। শিশুটির শারীরিক অবস্থা দেখে মনে হচ্ছে সময়ের আগে গর্ভপাত করা হয়েছে। ধারণা করছি ৬/৭ মাসের হয়েছে তাই পূর্নতা আসেনি । ময়নাতদন্তের জন্য লাশ মৌলভীবাজার সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।এ বিষয়ে তদন্ত চলছে। খুব শিগগিরই তথ্য উদঘাটন করা হবে।
শ্রীমঙ্গল ড্রেন থেকে নবজাতকের মৃতদেহ উদ্ধার
শেয়ার করুন