কুলাউড়ায় মসজিদ কমিটির দ্বন্ধে পাল্টাপাল্টি হামলা, থানায় অভিযোগ
মসজিদ কমিটির দ্বন্ধে আহত আকরম আলীর মামলা তদন্তে রেখে বিপরীত পক্ষ সালামের মামলাটি এফআইআর হয়ে যায়। এতে স্থানীয়দের মাঝে বিরূপ প্রতিক্রিয়ার সৃষ্টি হয়।
সাবেক সাধারণ সম্পাদক খলিলের ছেলে সদ্য প্রবাস ফেরত কামরুল হাসান কামাল মসজিদের মোতাওয়াল্লী আব্দুল মোহাইমিনদের সাথে কমিটি ও আনুসাঙ্গিক বিষয় নিয়ে দ্বন্ধে জড়িয়ে পড়েন। বিষয়টি স্থানীয় গণ্যমান ব্যক্তিবর্গের উপস্থিতিতে সালিশ বৈঠকে নিষ্পত্তির চেষ্টা হয়। এর জেরে উত্তর রাজনগর এলাকায় মোতাওয়াল্লীর সমর্থিত স্থানীয় বৃদ্ধ আকরম আলী (৫০) ও তার স্ত্রীর ওপর হামলা হয়। এর এক সপ্তাহ পর সালামের ওপরও হামলা করে দুর্বৃত্তরা। উভয় ঘটনায় থানায় অভিযোগ হলেও সালাম পক্ষের মামলাটি এফআইআর হয়। উল্টো মামলায় জর্জরিত হয়ে আকরম আলী ও তার পরিবারের সদস্যরা এখন ঘর ছাড়া।
শেয়ার করুন