ওসমান আল হুমাম, কক্সবাজার
কক্সবাজার, কুতুবদিয়া দ্বীপ উপজেলার, অমজাখালী আল আমিন মার্কেটে মঙ্গলবার (১৪ জুলাই) বিকাল সাড়ে ৫টায় সামাজিক দূরত্ব বিঘ্নিত করে জনসমাগম ঘটিয়ে অশ্লিল ছবি প্রদশর্নের কারণে দুইটি চায়ের দোকানে অভিযান চালিয়ে কুতুবদিয়া থানা পুলিশ দু’টি টিভি জব্দ করেছে।
কুতুবদিয়া থানার এসআই সঞ্জয় সিকদার জানান,প্রশাসনের ঘোষিত নির্দেশ অমান্য করে লকডাউনের সামাজিক দুরত্ব বিঘ্নিত করে চায়ের দোকানে অশ্লিল ছবি প্রদর্শন করে আসছে কয়েকজন দোকানদার। এলাকাবাসী বারবার নিষেধ করার পরও একই কাজ চালিয়ে যাওয়ায় ওই মার্কেটে পুলিশ অভিযান চালায় পুলিশ ওই আড্ড ভেঙ্গে দিয়ে পৃথক দুই চায়ের দোকান থেকে দু’টি টিভি জব্দ করে।
কুতুবদিয়া থানার সেকেন্ড অফিসার এসআই মোসলেম উদ্দিন বাবলুর নেতৃত্বে এসআই সঞ্জয় সিকদার ও তার সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযুক্ত চায়ের দোকানদার দক্ষিণ অমজাখালী সিরাজুল ইসলামের ছেলে মাদক কারবারি আবু তৈয়ব ও মৃত ছদর আমিন লেডুর ছেলে মোঃ রনির দোকান থেকে টিভি জব্দ করা হয়।কুতুবদিয়া থানার নবাগত ওসি একেএম সফিকুল আলম চৌধুরী জানান, উপজেলা প্রশাসনের নির্দেশনা মেনে চলে সব ধরনের ব্যবসা-বাণিজ্য পরিচালনার জন্য সকল দোকানদারকে মাইকিং করে জানিয়ে দেওয়া হয়। বিকাল ৪ টার পরে কোন ধরনের দোকান খোলা না রাখতে নির্দেশনা দেওয়া হয়। সেই নির্দেশনা অমান্য করায় আল-আমিন মার্কেট এলাকায় অভিযান চালিয়ে দুই চায়ের দোকান থেকে দু’টি টেলিভিশন জব্দ করা হয়। এ অভিযান অব্যাহত থাকবে বলে জানান ওসি। প্রশাসনের এমন ঝটিকা অভিযানে সচেতন মহল স্বাগত জানিয়েছে।