বাহুবলে বিট পুলিশিং ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে 

মোঃ আমিনুর রহমান, বাহুবল (হবিগঞ্জ) প্রতিনিধি :-      

হবিগঞ্জ জেলার বাহুবল উপজেলার সুনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান মিরপুর আলিফ সোবহান চৌধুরী সরকারি কলেজ প্রাঙ্গণে দাঙ্গা, সন্ত্রাস, পারিবারিক নির্যাতন, বাল্য বিবাহ, ইভটিজিং, জুয়া, মাদক, ও প্রযুক্তির অপব্যবহার প্রতিরোধে বিট পুলিশিং ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার ১৭ (জুলাই) বিকাল ৪ টায় কলেজ প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়।
উক্ত অনুষ্ঠানে বাহুবল কমিউনিটি পুলিশিং সভাপতি শ্রমিক নেতা আসকার আলীর সভাপতিত্বে ও বাহুবল মডেল থানার এসআই শাহ আলীর পরিচালনায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন হবিগঞ্জ জেলার পুলিশ সুপার মোহাম্মদ উল্লাহ, বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বাহুবল নবীগঞ্জের সিনিয়র সার্কেল অফিসার এএসপি পারভেজ আলম চৌধুরী , বাহুবল মডেল থানার ভারপ্রাপ্ত অফিসার (ওসি) মোহাম্মদ কামরুজ্জামান, বাহুবল মডেল থানার ওসি (তদন্ত) মোহাম্মদ আলমগীর কবির, হবিগঞ্জ জেলা পরিষদের সদস্য আলাউর রহমান সাহেদ, ৫ নং লামাতাসি ইউনিয়নের চেয়ারম্যান হাবিবুর রহমান টেনু, পাঁচ গ্রাম নেতা ফয়ছল আহমেদ, চার গ্রাম নেতা জাহিদুল ইসলাম জিতু, বাহুবল মডেল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এম শামসুদ্দিন, সাংবাদিক দিদার এলাহী সাজু, শ্রমিক নেতা নুরুল আমিন শাহজাহান, ফারুক আহমেদ, ৬ নং মিরপুর ইউনিয়নের সদস্য শামীম আহমেদ প্রমুখ।
উক্ত অনুষ্ঠানে এলাকার সর্বস্তরের জনসাধারণ উপস্থিত ছিলেন।
শেয়ার করুন