আজমিরীগঞ্জে বিট পুলিশিং এর আলোচনা সভা

হাবিবুর রহমান রিয়াদ, আজমিরীগঞ্জ (হবিগঞ্জ) প্রতিনিধিঃ

“ফিকল ছেড়ে কলম ধরি, দাঙ্গা মুক্ত সমাজ গড়ি” এই শ্লোগানকে সামনে রেখে হবিগঞ্জের আজমিরীগঞ্জের বিভিন্ন ইউনিয়নে বিট পুলিশিং সভা ও আলোচনা সভা অনুষ্টিত হচ্ছে৷
গত ১৬ জুলাই (বৃহস্পতিবার) ৩নং জলসুখা ইউনিয়নে এই বিট পুলিশিং সভা এবং আলোচনা সভা অনুষ্টিত হয়৷
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) আনোয়ার হেসেন, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (বানিয়াচং-আজমিরীঞ্জ সার্কেল) শেখ মোঃ সেলিম৷
সভায় সভাপতিত্ব করেন জলসুখা ইউনিয়ন আওয়ামিলীগের সভাপতি সিরাজ মিয়া, সঞ্চালনায় ছিলেন আজমিরীগঞ্জ থানার ওসি (তদন্ত) আবু হানিফ৷ বিটের সার্বিক পরিস্থিতি তুলে ধরেন বিট ইনচার্জ এস আই জয়ন্ত তালুকদার৷
এরই ধারাবাহিকতায় ১৭ জুলাই (শুক্রবার)  ৪ নং কাকাইলছেও ইউনিয়নে সকাল ১১ টায় বিট পুলিশিং সভা ও আলোচনা সভা অনুষ্টিত হয়েছে৷
এসময় উপস্থিত ছিলেন আজমিরীগঞ্জ থানার ওসি (তদন্ত) মোঃ আবু হানিফ, এস আই এমরান, এ এস আই রেজা প্রমূখ। সভায় সভাপতিত্ব করেন ৪ নং কাকাইলচেও ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান বাবুল মিয়া।
সভায় বক্তারা দাঙ্গা, সন্ত্রাস, পারিবারিক নির্যাতন, সহিংসতা বাল্যবিবাহ, ইভটিজিং যৌতুক জুয়া, মাদক, প্রযুক্তির অপব্যবহারের কুফল সম্পর্কে জনসাধারনের মাঝে সচেতনতা মুলক বক্তব্য প্রদান করেন ৷
এসময় আরো বক্তব্য রাখেন উভয় ইউনিয়নের বীরমুক্তিযোদ্ধা, ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান, সদস্য এবং সচেতন নাগরিকবৃন্দ৷
শেয়ার করুন