হাবিবুর রহমান রিয়াদ, আজমিরীগঞ্জ (হবিগঞ্জ) প্রতিনিধিঃ
“ফিকল ছেড়ে কলম ধরি, দাঙ্গা মুক্ত সমাজ গড়ি” এই শ্লোগানকে সামনে রেখে হবিগঞ্জের আজমিরীগঞ্জের বিভিন্ন ইউনিয়নে বিট পুলিশিং সভা ও আলোচনা সভা অনুষ্টিত হচ্ছে৷
গত ১৬ জুলাই (বৃহস্পতিবার) ৩নং জলসুখা ইউনিয়নে এই বিট পুলিশিং সভা এবং আলোচনা সভা অনুষ্টিত হয়৷
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) আনোয়ার হেসেন, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (বানিয়াচং-আজমিরীঞ্জ সার্কেল) শেখ মোঃ সেলিম৷
সভায় সভাপতিত্ব করেন জলসুখা ইউনিয়ন আওয়ামিলীগের সভাপতি সিরাজ মিয়া, সঞ্চালনায় ছিলেন আজমিরীগঞ্জ থানার ওসি (তদন্ত) আবু হানিফ৷ বিটের সার্বিক পরিস্থিতি তুলে ধরেন বিট ইনচার্জ এস আই জয়ন্ত তালুকদার৷
এরই ধারাবাহিকতায় ১৭ জুলাই (শুক্রবার) ৪ নং কাকাইলছেও ইউনিয়নে সকাল ১১ টায় বিট পুলিশিং সভা ও আলোচনা সভা অনুষ্টিত হয়েছে৷
এসময় উপস্থিত ছিলেন আজমিরীগঞ্জ থানার ওসি (তদন্ত) মোঃ আবু হানিফ, এস আই এমরান, এ এস আই রেজা প্রমূখ। সভায় সভাপতিত্ব করেন ৪ নং কাকাইলচেও ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান বাবুল মিয়া।
সভায় বক্তারা দাঙ্গা, সন্ত্রাস, পারিবারিক নির্যাতন, সহিংসতা বাল্যবিবাহ, ইভটিজিং যৌতুক জুয়া, মাদক, প্রযুক্তির অপব্যবহারের কুফল সম্পর্কে জনসাধারনের মাঝে সচেতনতা মুলক বক্তব্য প্রদান করেন ৷
এসময় আরো বক্তব্য রাখেন উভয় ইউনিয়নের বীরমুক্তিযোদ্ধা, ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান, সদস্য এবং সচেতন নাগরিকবৃন্দ৷