নবীগঞ্জে লাফিয়ে বাড়ছে করোনা আক্রান্তের সংখ্যা

এটিএম ফোয়াদ হাসান, নবীগঞ্জ, হবিগঞ্জঃ

করোনা মহামারিতে থমকে গেছে পুরোবিশ্ব। বাংলাদেশেও এসে হানা দিয়েছে এই মহামারি ভাইরাস। নবীগঞ্জে ৩ অংকের কোটা পেড়িয়ে এখন পর্যন্ত করোনা আক্রান্ত রোগীর সংখ্যা ১২০জন।
নবীগঞ্জে সর্বপ্রথম ১মে বিকাল ৩টার দিকে একই ইউনিয়নের ৩জন সহ ৫জনের করোনা পজেটিভ রিপোর্ট আসে। এরপরে থেকে ধীরে ধীরে বাড়তে থাকে করোনা রোগীর সংখ্যা। এখন প্রায় প্রতিদিনই নবীগঞ্জে করোনার পজেটিভ রিপোর্ট আসছে। সর্বশেষ গত ৪-৫দিন ধরে প্রতিদিনই আসছে করোনার পজেটিভ রিপোর্ট। গতকাল শনিবার (১৮ জুলাই) রাতে আরো ৪ জনের করোনার পজেটিভ রিপোর্ট আসে। এর মধ্যে ২ জন সরকারী  প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক, ১ জন সংরক্ষিত নারী কাউন্সিলর এবং ১ জন ব্যাবসায়ী।
নবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সুত্রে জানা যায়, নবীগঞ্জে করোনা শনাক্ত হওয়ার ৯০ তম দিন আজ পর্যন্ত নবীগঞ্জের করোনা রোগীর সংখ্যা ১২০ জন এবং করোনায় আক্রান্ত হয়ে ১জন মারা গেছেন।
এখন পর্যন্ত নবীগঞ্জ থেকে ৯৭৭জনের নমুনা সংগ্রহ করে ল্যাভে পাঠানো হয়েছে এবং এর মধ্যে ৭৪৪ জনের করোনা পজেটিভ রিপোর্ট এসেছে। নবীগঞ্জে আক্রান্তদের মধ্যে ৬৩জন ইতিমধ্যে সুস্থ হয়ে উঠেছে।
নবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ইউএইচও ডাঃ আব্দুর সামাদ এই বিষয়টি নিশ্চিত করেন। তিনি বলেন নবীগঞ্জে প্রতিদিন বেড়ে চলছে করোনা আক্রান্তের সংখ্যা। প্রয়োজন ছাড়া কেউ বাইরে বের হবেন না। বাইরে বের হলে মাস্ক পরিধান করুন। সামাজিক দুরত্ব বজায় রেখে স্বাস্থবিধি মেনে চলাফেরা করুন।
শেয়ার করুন