-
মৌলভীবাজার প্রতিনিধিমৌলভীবাজারের শ্রীমঙ্গলে পুকুরের পানিতে ডুবে নামে শাকিল আহমেদ (২০) নামে এক যুবকের মৃত্যু হয়েছে।
রবিবার দুপুরে উপজেলার পৌর শহরের সোনা মিয়া সড়কের আলাবকস মসজিদের পুকুরে এ ঘটনা ঘটে।
নিহত শাকিল ৮নং ওয়ার্ডের পৌর যুবলীগের সভাপতি মো. মানিক আহমদের ছোট ভাই।নিহতের বড় ভাই মানিক জানান, আলাবকস জামে মসজিদের পুকুরে দুপুরে সাঁতার কাটতে নামে সাঁতার কেটে পুকুরের ওপারে গিয়ে ফিরে আসার সময় মাঝ পুকুরে ডুবে যায়।
তখন স্থানীয়দের সহায়তার পুকুরে খোঁজাখুঁজি করে তাকে উদ্ধার করে প্রথমে শ্রীমঙ্গল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখান তার অবস্থা অবনতি হলে দ্রুত মৌলভীবাজার সদর হাসপাতালে নেওয়া হলে সেখানে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।শ্রীমঙ্গল থানার ওসি আব্দুছ ছালেক এতথ্য নিশ্চিত করেন।
শেয়ার করুন