‘এক্সক্লুসিভ প্যাকেজ ফর হসপিটালিটি ইন্ডাস্ট্রি’ শীর্ষক সংবাদ সম্মেলন দেশে করোনায় বিপর্যস্ত পর্যটন শিল্প বাঁচাতে বিহা’র ৬-দফা সুপারিশ
করোনা মহামারির আঘাতে বিশে^র অন্যান্য দেশের মতো বাংলাদেশেও বিপর্যয়ের মুখে পড়ে গেছে পর্যটন শিল্পের গুরুত্বপূর্ণ অঙ্গ দেশের আন্তর্জাতিক মানসম্পন্ন হোটেল শিল্পখাত। এই খাতটিকে বাঁচাতে ছয় দফা সুপারিশ উত্থাপন করেছে বাংলাদেশ ইন্টারন্যাশনাল হোটেল অ্যাসোসিয়েশন (বিহা)। আজ বুধবার সকাল ১১টায় রাজধানীর এক অভিজাত হোটেলে আয়োজিত সংবাদ সম্মেলনে বিহা নেতৃবৃন্দ ধ্বংসের মুখে পড়ে যাওয়া এ খাত ও এর সাথে জড়িত তিন লাখের বেশি মানুষ ও তার পরিজনদের বাঁচাতে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনার পাশাপাশি এসব সুপারিশ তুলে ধরেন।
বর্তমানে বাংলাদেশের আন্তর্জাতিক মান সম্পন্ন আবাসিক হোটেল ও অন্যান্য হোটেল এবং রিসোর্টের বিপরীতে বিদ্যমান ঋণ এর লভ্যাংশ/সুদ মার্চ, ২০২০ হতে ডিসেম্বর, ২০২০ পর্যন্ত মওকুফ এবং চলমান কিস্তি আগামী জুন, ২০২১ হতে চালুকরণ এবং কিস্তি চালুকরণের আগ পর্যন্ত সমস্ত লভ্যাংশ/সুদ স্থির করা।
শেয়ার করুন