টেকনাফে র‍্যাবের সাথে রোহিঙ্গা ডাকাত দলের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ একজন নিহত

  • ওসমান আল হুমাম, কক্সবাজার জেলা প্রতিনিধি। 
  • কক্সবাজার, টেকনাফে র‌্যাবের সাথে বন্দুকযুদ্ধে  মোঃ রশিদুল্লাহ (২৮) নামে এক রোহিঙ্গা ডাকাত নিহত হয়েছে।
  • ২২ জুলাই (বুধবার) ভোর রাতে টেকনাফে দায়িত্বরত র‍্যাব-১৫(সিপিসি-১) সদস্যরা গোপন সংবাদের ভিত্তিতে হ্নীলা দমদমিয়া সেন্টমার্টিন কেয়ারী জাহাজ ঘাট ১৪নং ব্রীজ সংলগ্ন পাহাড়ী এলাকায় দূধর্ষ ডাকাতের একটি গ্রুপ ওতপেতে থাকার খবর আসে ব্যাবের কাছে। 
  • র‍্যাবের একটি চৌকষ দল অভিযানে নামলে ডাকাত দলের সদস্যরা র‍্যাবের উপস্থিতি বুঝতে পেরে এলোপাতাড়ি ল গুলিবর্ষন শুরু করে।  আত্মরক্ষার্থে র‍্যাবও পাল্টা গুলি চালায়। উভয় পক্ষের গোলাগুলি পর র‍্যাব সদস্যরা গুলিবিদ্ধ হয়ে পড়ে থাকা এক ডাকাতকে উদ্ধার করে টেকনাফ হাসপাতালে নিয়ে গেলে দায়িত্বরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করে।
  • নিহত যুবক হ্নীলা ইউনিয়ন লেদা রোহিঙ্গা ক্যাম্পে আশ্রয় নেওয়া শফিক উল্লাহ’র ছেলে রশিদউল্লাহ (২৭)। সে পাহাড়ে লুকিয়ে থাকা ডাকাত দলের প্রশাসনের কালো তালিকাভুক্ত সক্রিয় ডাকাত।
  • ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন র‍্যাব-১৫ টেকনাফ (সিপিসি-১) এর কর্তব্যরত অপারেশন কমান্ডার (এএসপি) বিমান চন্দ্র কর্মকার।
  • ঘটনাস্থল থেকে দেশীয় তৈরী ২টি এলজি অস্ত্র, ৫ রাউন্ড তাজা গুলি উদ্ধার করতে সক্ষম হয় র‍্যাব।

শেয়ার করুন