পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় মাননীয় মন্ত্রীর দপ্তর
শোকবার্তাঃ
মাদারীপুর জেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মিয়াজ উদ্দিন খান এর মৃত্যুতে পরিবেশ মন্ত্রীর শোক
ঢাকা (২৪ জুলাই, ২০২০): শুক্রবার
মাদারীপুর জেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মিয়াজ উদ্দিন খান এর মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী মোঃ শাহাব উদ্দিন এমপি।
পরিবেশ মন্ত্রী আজ এক শোকবার্তায় মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন এবং তাঁর শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।
পরিবেশ মন্ত্রী তাঁর শোকবার্তায় জানান, মিতভাষী ও সুবক্তা মিয়াজ উদ্দিন খান ছিলেন মহান মুক্তিযুদ্ধের চেতনা ও জাতির পিতার আদর্শের একজন একনিষ্ঠ অনুসারী। জাতির শ্রেষ্ঠ সন্তান বীর মুক্তিযোদ্ধা হিসেবে বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধে তাঁর গৌরবোজ্জ্বল ভূমিকা এবং জেলা পরিষদের চেয়ারম্যান হিসেবে মাদারীপুরের উন্নয়নে উন্নয়নে মিয়াজ উদ্দিন খানের অবদান মন্ত্রী শ্রদ্ধাভরে স্মরণ করেন।
উল্লেখ্য, বীর মুক্তিযোদ্ধা মিয়াজ উদ্দিন খান ২৩ জুলাই (বৃহস্পতিবার) দিবাগত রাতে রাজধানীর সম্মিলিত সামরিক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তিনি স্ত্রী ও দুই ছেলেসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।তাঁর এক ছেলে কে এম শাখাওয়াত মুন মাননীয় প্রধানমন্ত্রীর উপ প্রেস সচিব হিসেবে কর্মরত।