পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রীর তহবিল থেকে চেক বিতরণ অনুষ্ঠিত

জুড়ি (মৌলভীবাজার) প্রতিনিধিঃ

মৌলভীবাজার জেলার জুড়ী উপজেলা প্রশাসনের আয়োজনে (২৩ জুলাই) উপজেলা পরিষদের সভাকক্ষে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী ও বড়লেখা- জুড়ী আসনের সংসদ সদস্য মোঃ শাহাব উদ্দিন এর ঐচ্ছিক তহবিলের চেক বিতরণ অনুষ্ঠিত হয়।

উপজেলা নির্বাহী অফিসার আল ইমরান রুহুল ইসলাম এর সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে লাইভে সংযুক্ত ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী মোঃ শাহাব উদ্দিন এম পি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান বীরমুক্তিযোদ্ধা এম মোঈদ ফারুক, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান রণজিতা শর্ম্মা প্রমুখ।

পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক মন্ত্রী মোঃ শাহাব উদ্দিন এমপির ঐচ্ছিক তহবিল হতে এবং সমাজ কল্যাণ মন্ত্রণালয় হতে প্রাপ্ত অর্থ জুড়ী উপজেলায় দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত এবং প্রয়োজনগ্রস্থের মধ্যে বিতরণ করা হয়।

শেয়ার করুন