রহিমা আক্তার ডলিঃ
- মৌলভীবাজার শ্রীমঙ্গলের চা বাগানের ভেতর থেকে নুরুল ইসলাম ( ৫০) নামের এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে শ্রীমঙ্গল থানা পুলিশ। শুক্রবার (২৪ জুলাই) সকালের দিকে উপজেলার গান্ধী ছড়া চা বাগানের ভেতর থেকে ওই ব্যক্তির লাশ উদ্ধার করা হয়। নিহতের বাড়ি উপজেলার সিন্দুরখান ইউনিয়নের পশ্চিম বেলতলী গ্রামে। তার পিতার নাম মৃত ছগির মিয়া।স্থানীয় এলাকাবাসী জানান, নিহত নুরুল ইসলাম পেশায় একজন কৃষক। ধারণা করা হচ্ছে, পূর্ব শত্রুতার জেরে তাকে হত্যা করা হতে পারে। পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মৌলভীবাজার সদর হাসপাতালে প্রেরণ করেছে।
শ্রীমঙ্গল থানার পুলিশ পরিদর্শক তদন্ত মো. সোহেল রানা বলেন, ‘নিহত ব্যক্তি জুয়া খেলার সঙ্গে জড়িত ছিল। হয়তো জুয়া খেলতে গিয়ে হার্ট অ্যাটাকে মারা যেতে পারে। তবে শরীরে আঘাতের কোনও চিহ্ন নাই।’
শ্রীমঙ্গল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আব্দুছ ছালেক বলেন, ‘নিহতের শরীরে কোনও আঘাতের চিহ্ন নাই। এই ঘটনায় পুলিশের তদন্ত চলছে। ময়নাতদন্তের রিপোর্ট পাওয়ার পর বোঝা যাবে হত্যা না হার্ট-অ্যাটাকে মৃৃৃত্যু।(সুত্রঃ বাংলা ট্রিবিউন)