“ব্লাড সোসাইটি হবিগঞ্জ” মাধবপুর উপজেলা শাখার পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন

নিজস্ব প্রতিবেদক : হবিগঞ্জ জেলার মাধবপুর উপজেলা রক্তদাতাদের সংগঠন ‘ব্লাড সোসাইটি হবিগঞ্জ’র মাধবপুর উপজেলা শাখার ২০২০-২০২১ সেশনের পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়েছে।  বৃহস্পতিবার ব্লাড সোসাইটি হবিগঞ্জ অস্থায়ী কার্য্যালয়ে এই পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়। স্বেচ্ছাসেবী সংগঠন ব্লাড সোসাইটি হবিগঞ্জ জেলার অন্তগর্ত মাধবপুর উপজেলা শাখার পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। শেখ ইমন আহমেদ কে সভাপতি ও সোহাগ হাসান সুজন কে সাধারণ সম্পাদক নির্বাচিত করে ৫১ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়। কমিটি গঠনের সময় উপস্থিত ছিলেন সংগঠনটির সভাতি এনামুর রহমান সোহাগ, সাধারণ সম্পাদক নাজিম উদ্দিন আহমেদ নাজির এর স্বাক্ষরিত ব্লাড সোসাইটি হবিগঞ্জ’র প্যাডে কেন্দ্রীয় কমিটি থেকে মাধবপুর উপজেলা শাখা কমিটির ঘোষণা করেন। ব্লাড সোসাইটি মাধবপুর উপজেলা নব গঠিত সভাপতি বলেন-মাধবপুর তথা আসেপাশের যাতে মুমূর্ষু রোগীগুলো রক্তের অভাবে মারা না যায় সে ব্যাপারে আমরা ঐক্যবদ্ধ।এই পর্যন্ত ব্লাড সোসাইটি হবিগঞ্জ মাধবপুর উপজেলা শাখা ব্লাড নিয়ে নিরলস ভাবে কাজ করে যাচ্ছে।সকলের সহযোগিতা নিয়ে এগিয়ে যেতে চায়।

শেয়ার করুন