রহিমা আক্তার ডলিঃ
চিরতরে না ফেরার দেশে চলে গেলেন বি এন পির কেন্দ্রীয় কমিটির সভাপতি শফিউল বারী বাবু। মঙ্গলবার (২৮ জুলাই) রাত ৪টার দিকে রাজধানীর এভার কেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। (ইন্না লিল্লহি ওয় ইন্নাইলাইহি রাজিউন)।
জানা যায়, গত কয়েকদিন ধরে রাজধানীর আনোয়ার খান মর্ডান মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসা নিচ্ছিলেন তিনি। তার স্বাস্থ্যের অবনতি হলে মঙ্গলবার রাত ২টার দিকে এভার কেয়ার হাসপাতালের সিসিইউতে ভর্তি করা হয়।
স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক আব্দুল কাদের ভূঁইয়া জুয়েল সংবাদ মাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।
জানা গেছ, মৃত্যুকালে তিনি দুটি অবুঝ বাচ্চা ও স্ত্রীসহ অনেক আত্নীয়-স্বজন রেখে গেছেন।