- আজ ২৯/০৭/২০২০ তারিখে মৌলভীবাজার জেলার সদর উপজেলার পৌঁরসভা, মোকামবাজার, চাঁদনিঘাট, কামালপুর, আখাইলকুড়া, থানাবাজার এলাকাস্থ পশুর হাটে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। ১৭টি মামলায় মোট ১৪,২০০ টাকা অর্থদণ্ড প্রদান ও আদায় করা হয়। মোবাইল কোর্ট পরিচালনা করেন মৌলভীবাজার জেলার সদর উপজেলার উপজেলা নির্বাহী অফিসার জনাব মো শরীফুল ইসলাম, সহকারী কমিশনার (ভূমি) জনাব সুনজিত কুমার চন্দ, জেলা প্রশাসনের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটবৃন্দ জনাব হারুন-অর-রশীদ, জনাব সুমন চন্দ্র দাশ, জনাব আসমা উল হুসনা, জনাব সানজিদা রহমান, জনাব মৌসুমী আক্তার, জনাব হুমায়রা সুলতানা এবং জনাব অর্ণব মালাকার। এছাড়া আগত ক্রেতা ও বিক্রেতাদের স্বাস্থ্যবিধি মেনে চলার বিষয়ে সচেতন করা হয় এবং বিনামূল্যে মাস্ক বিতরণ করা হয়।
মোবাইল কোর্ট পরিচালনা-১৭টি মামলায় মোট ১৪,২০০ টাকা অর্থদণ্ড
শেয়ার করুন