মৌলভীবাজার প্রতিনিধি..

প্রাইভেটকারযোগে মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার আদমপুর থেকে সুনামগঞ্জ যাওয়া পথে  সড়ক দূঘটর্নায় নিহত হয়েছেন কমলগঞ্জের আদমপুর ব্র্যাক ইউনিট ম্যানেজার স্বপন কুমার (৪৫) তারসহপরিবার। সড়ক দূঘটনায় নিহতদের বাড়ী সুনামগঞ্জ ও শ্রীমঙ্গলে।
শুক্রবার (৩১ জুলাই) সকাল সাড়ে ৭টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কের ওসমানীনগর উপজেলার তাজপুর এলাকার বরায়া চানপুর নামক স্থানে ঘটনাটি ঘটে।

নিহতের মধ্যে স্বপনের স্ত্রী লাভলী রানী সরকার (৩৫) ও ছেলে সৌরভ কুমার দাস (১০)  এবং  জমজ এক সন্তান (৫) প্রাইভেট কারের চালক হাসিম মিয়া। তারমধ্যে আহতবস্থায় এক সন্তান সিলেট ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করে চিকিৎসা দেয়া হচ্ছে।

নিহতের মধ্যে প্রাইভেট কার চালকের বাড়ি কমলগঞ্জের গোবিন্দপুর গ্রামে। আর ভোটার আইডি কার্ড অনুয়ায়ী নিহত স্বপন কুমারের বাড়ি সুনামগঞ্জ জেলার দিরাই উপজেলার শ্যামারচর গ্রামের মৃত হরিমোহন দাসের ছেলে। আর স্ত্রীর বাড়ি শ্রীমঙ্গলের লইয়ারকুল গ্রামে।

জানা যায়, কমলগঞ্জ উপজেলার আদমপুর ইউনিট ম্যানেজার স্বপন কুমার সহপরিবারে ভানুগাছ বাজার স্ট্যান্ড থেকে প্রাইভেট কার (গাড়ি নং মৌলভীবাজার ১১-১২২৩) ভাড়া করে শুক্রবার সকাল ৬টায় আদমপুর থেকে সুনামগঞ্জের উদ্দেশ্য রওয়ানা দেন।

এদিকে কমলগঞ্জ উপজেলার প্রাইভেটকার চালক হাসিম মিয়ার বাড়িতে শোকের মাতম চলছে। তার দু,সন্তান  ও স্ত্রী এখন দিশেহারে এমনটাই জানালেন নিহত চালকের ভগ্নিপতি আব্দুল জলিল।

অপরদিকে শ্রীমঙ্গল উপজেলার ভূনবীর ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান নিয়াজ ইকবাল মাসুদ জানান,নিহত স্বপন কুমার আমার বাড়িতে চাকুরির সুবাধে ১২ বছর ভাড়াটিয়া হিসেবে ছিলেন। গত দুবছর আগে স্বপন কুমার কমলগঞ্জ উপজেলায় বদলী হয়ে চলে যান।

শ্রীমঙ্গল থানার পুলিশ পরিদর্শক তদন্ত মো.সোহেল রানা বলেন, নিহত স্বপনের স্ত্রীর বাড়ি শ্রীমঙ্গলে নয়। দীর্ঘদিন এক  জায়গায় চাকুরির সুবাধে তারা ভোটার হয়েছেন। মূলত তাদের বাড়ি সুনামগঞ্জে।

শেয়ার করুন

Leave A Reply