একজনের বিদায়, আরেকজনের আগমন।
সাবেক মেয়র সদ্য প্রয়াত বদর উদ্দিন আহমদ কামরানের পরিবারে নতুন কামরানের জন্ম হয়েছে। কামরান পুত্র ডা. আরমান আহমদ শিপলু এবার পুত্র সন্তানের জনক হয়েছেন। বাবা বদর উদ্দিন আহমদ কামরানের নামের সাথে মিল রেখে ছেলের নাম রেখেছেন আরশান আহমদ কামরান। আজ রোববার বিকাল সাড়ে ৩টা দিকে ছেলে সন্তানের জন্ম দেন তার স্ত্রী ফারহানা আরমান।
মা ও ছেলে দুজনই সুস্থ আছেন।
দুই মেয়ের পর এবার শিপলু ও ফরাহানা দম্পতির ঘরে এক ছেলে সন্তানের জন্ম হয়েছে বলে জানিয়েছেন যুবলীগ নেতা, বিশিষ্ট ব্যবসায়ী মেহেদী কাবুল। তিনি জানান, কামরান ভাইয়ের মৃত্যুর দেড়মাস পর তার নাতির জন্ম হলেও তিনি দেখে যেতে পারেননি আজ তিনি থাকলে সবচেয়ে বেশী খুশী হতেন।
জালালাবাদ বার্তা ডটকম/২আগষ্ট ২০২০/সিলেট ভয়েস /রহিমা ডলি।