আজ ৮ ই আগষ্ট বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছার জন্মবার্ষিকী উপলক্ষ্যে কমলগঞ্জ উপজেলায় জন্মবার্ষিকীর অনুষ্ঠানে আসেন উপাধক্ষ্য আব্দুস শহীদ (এম,পি)। করোনাকে জয় করে এলাকায় ফেরা মৌলভীবাজার-৪ আসনের সংসদ সদস্য উপাধ্যক্ষ ড. আব্দুস শহীদ এমপিকে দলীয় নেতাকর্মীসহ এলাকাবাসীর উদ্যোগে ফুলেল শুভেচ্ছা জানিয়ে বরণ করে নেয়া হয়েছে।শনিবার বেলা ২টায় কমলগঞ্জ উপজেলা পরিষদ চত্বরে শতাধিক যুবলীগ, ছাত্রলীগ, প্রজন্মলীগ নেতৃবৃন্দ, পৌরসভার মেয়র ও কাউন্সিলরবৃন্দ, প্রেসক্লাব, সুশীল সমাজের নেতৃবৃন্দ ও জনপ্রতিনিধিরা দুই সারিতে দাঁড়িয়ে রজনীগন্ধার ষ্টিক ও ফুলের তোড়া উপহার দেন করোনাজয়ী সংসদ সদস্যকে।আব্দুস শহীদ এমপি গাড়ি থেকে নেমে পায়ে হেঁটে প্রবেশ করার সময় উভয় পাশের দলীয় নেতাকমীরা ফুলের স্টিক দিয়ে বরণ করেন। পরে কমলগঞ্জ পৌরসভা, উপজেলা যুবলীগ, উপজেলা ছাত্রলীগ, সরকারি কলেজ ছাত্রলীগ ও কমলগঞ্জ প্রেসক্লাবের পক্ষ থেকে করোনা জয় করায় ফুলেল শুভেচ্ছা প্রদান করা হয়।
করোনাজয়ী আব্দুস শহীদ এমপিকে বরণ করে নিল কমলগঞ্জ এর সর্বস্তরের মানুষ।
শেয়ার করুন