স্টাফ রিপোর্টারঃ
বিএনপি নেতা, লন্ডন প্রবাসী রায়হান বকস এর গ্রামের বাড়িতে হানা দিয়েছে একদল মুখোশ পরিহিত অস্ত্রধারী। ৭ আগস্ট (শুক্রবার) রাত আনুমানিক দেড়টায় এই ঘটনা ঘটে। এ বিষয়ে কুলাউড়া থানায় একটি জিডি করা হয়েছে।
জিডি ও পারিবারিক সুত্রে জানা যায় শুক্রবার গভীর রাতে মৌলভীবাজার জেলার কুলাউড়া উপজেলার হাজীপুর ইউনিয়নের বাসউরী গ্রামে লন্ডন প্রবাসী বিএনপি নেতা এএসএম রায়হান বকস (রিকেন) এর বাড়িতে হানা দেয় একদল মুখোশ পরিহিত অস্ত্রধারী। তারা ঘরের গ্রিল ভেঙে ভিতরে ঢুকার চেষ্টা করে এবং প্রবাসী বিএনপি নেতা এএসএম রায়হান বকস (রিকেন) কে খোঁজা খোঁজি করে। এই সময় বাড়িতে ছিলেন রায়হান বকস এর বৃদ্ধ মা ও বোন দিলরুবা আক্তার।
অস্ত্রধারী ব্যক্তিরা প্রথম বাইরের সকল লাইট বন্ধ করে দেয়। গ্রিল ভেঙে ঘরে ঢুকার চেষ্টা করে এবং রায়হান কে বের করে দিতে বলে। এসময় পরিবারের লোকজন চিৎকার করলে প্রতিবেশীরা এগিয়ে আসেন। অবস্থা বেসামাল হয়ে পড়লে রায়হান কে পেলে হত্যা করা হবে বলে হুমকি দিয়ে মুখোশধারী অস্ত্রধারিরা দ্রুত পালিয়ে যায়।
বিষয়টি তাৎক্ষণিক পুলিশ কে ফোনের মাধ্যমে অবহিতিত করা হয়। পুলিশ ঘটনাস্থলে যায় এবং এলাকার লোকজনকে শান্ত থাকতে বলে। লন্ডন প্রবাসী রায়হান বিএনপি’র রাজনীতিসহ বিভিন্ন সামাজিক সংগঠনের সঙ্গে সরাসরি জড়িত।
এই ঘটনায় কুলাউড়া থানায় জিডি করা হয়েছে। জিডি নং ৩২৯ তারিখ ০৮.০৮.২০২০। এ ব্যাপারে কুলাউড়া থানায় যোগাযোগ করলে রায়হান বকস এর মায়ের পক্ষ থেকে জিডি করার কথা নিশ্চিত হওয়া যায়।